সরকারি হস্তক্ষেপের প্রতিবাদে হাঙ্গেরিতে ৭০ সাংবাদিকের পদত্যাগ
সাংবাদিকতায় সরকারি হস্তক্ষেপের প্রতিবাদে হাঙ্গেরির প্রধান ও জনপ্রিয় অনলাইন সংবাদ সংস্থা ইনডেক্স থেকে সম্পাদকসহ ৭০-এর বেশি সাংবাদিক পদত্যাগ করেছেন।
গত বৃহস্পতিবার ইনডেক্সের প্রধান সম্পাদক এসজাবোলস ডালকে চাকরিচ্যুত করা হয়। এরই প্রতিবাদে গতকাল শুক্রবার সাংবাদিকরা গণমাধ্যমটি থেকে গণহারে পদত্যাগ করেন। পরে রাজধানী বুদাপেস্টে সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে বিক্ষোভ করে কয়েকশ মানুষ। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
কয়েক বছর ধরে হাঙ্গেরি সরকার নিবর্তনমূলক আইনের মাধ্যমে সংবাদপত্রের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে বলে বিক্ষোভকারীরা জানায়।
সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানায়, মাস দুয়েক আগে ইনডেক্সকে মিথ্যা সংবাদের কারখানা বলে অভিহিত করেছিল সরকার।