সাহারা অঞ্চলের আইএস নেতা নিহত, দাবি ফরাসি প্রেসিডেন্টের
আফ্রিকার বৃহত্তর সাহারা অঞ্চলের দায়িত্বে থাকা ইসলামিক স্টেটের (আইএস) নেতা আদনান আবু ওয়ালিদ আল-সাহরাওয়ী ফরাসি সামরিক বাহিনীর হাতে নিহত হয়েছেন বলে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। এ কথা । ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
আদনান আবু ওয়ালিদ নিহতের ঘটনাকে টু্ইটে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ‘সাহেল অঞ্চলে কার্যক্রম পরিচালনাকারী সন্ত্রাসী গোষ্ঠী আইএসের বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ সাফল্য’ হিসেবে উল্লেখ করেন।
কয়েক বছর ধরে ওই অঞ্চলে জিহাদিদের বিরুদ্ধে লড়াই করে আসছে ফরাসি সামরিক বাহিনী। এতে গোয়েন্দা সহায়তা দিয়ে থাকে মার্কিন যুক্তরাষ্ট্র।
আফ্রিকার সাহারা মরুভূমি ও এর আশপাশের এলাকা নিয়ে আখ্যায়িত সাহেল অঞ্চলে আল-কায়েদা ও আইএসসহ বেশ কয়েকটি জিহাদি গোষ্ঠী সক্রিয় রয়েছে। মালি, নাইজার, শাদ ও বুরকিনা ফাসোতে জিহাদি গোষ্ঠীগুলো এরই মধ্যে শক্ত অবস্থান তৈরি করেছে।