সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলায় দুজন নিহত
সিরিয়ার মধ্যাঞ্চলে ইসরায়েলের বিমান হামলায় দুই বেসামরিক ব্যক্তি নিহত ও সাতজন আহত হয়েছেন বলে দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে। হোমস শহরের আকাশে সিরিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম হামলাটি প্রতিরোধ করেছে বলে বুধবার জানিয়েছে তারা।
সিরিয়ার রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের খবরে বলা হয়, ‘মধ্যাঞ্চলের কয়েকটি অংশে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল আর এয়ার ডিফেন্স তার জবাব দিয়েছে।’
এসব হামলায় দুই বেসামরিক ব্যক্তি নিহত এবং এক বেসামরিক ও ছয়জন সৈন্য আহত হয়েছেন বলে খবরে বলা হয়েছে। হামলায় বস্তুগত ক্ষয়ক্ষতিও হয়েছে।
এ বিষয়ে ইসরায়েলি কর্মকর্তাদের কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য আসেনি বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।