সুদানের প্রধানমন্ত্রীকে গৃহবন্দি করল সামরিক বাহিনী
সুদানের সামরিক বাহিনীর একটি দল প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদুকের বাসভবন দখল করে তাঁকে গৃহবন্দি করেছে বলে জানিয়েছে সে দেশের আল হাদাথ টিভি। বার্তা সংস্থা রয়টার্স আজ সোমবার এ খবর জানিয়েছে। তবে, আল হাদাথ টিভি’র তথ্য তাৎক্ষণিক স্বাধীনভাবে যাচাই করা যায়নি বলে জানিয়েছে রয়টার্স।
এ ছাড়া সামরিক বাহিনীর একটি দল আজ সোমবার সুদানের প্রধানমন্ত্রীর উপদেষ্টার বাড়িতে ঢুকে তাঁকে আটক করেছে বলে পরিবারিক সূত্রের বরাতে জানিয়েছে রয়টার্স।
এ ছাড়া আল হাদাথ টিভি নাম প্রকাশ না করা সূত্রের বরাতে জানিয়েছে, সুদানি সশস্ত্র বাহিনীর হাতে আটক হয়েছেন দেশটির চার জন মন্ত্রীসহ ক্ষমতাসীন কাউন্সিলের একজন বেসামরিক সদস্য।