সোনার দাঁত দেখে প্রতারককে শনাক্ত করল পুলিশ, ১৫ বছর পর গ্রেপ্তার
দীর্ঘ ১৫ বছর ধরে পলাতক ছিল আসামি। কোনোভাবেই হদিস মিলছিল না তার। অবশেষে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। তার পরিচয় শনাক্ত করা গেছে দুটি সোনার দাঁত দেখে। ঘটনাটি ভারতের মুম্বাইয়ের। খবর এনডিটিভির।
প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যমটি জানায়, ১৫ বছর পলাতক থাকার পর শনিবার ৩৮ বছর বয়সী প্রতারক পারভিন আশুবা জাদেজাকে গ্রেপ্তার করেছে মুম্বাইয়ের পুলিশ। তার পরিচয় শনাক্ত করা গেছে তার মুখের দুটি সোনার দাঁতের মাধ্যমে।
২০০৭ সালে নামের মুম্বাইয়ের একটি কাপড়ের দোকানে কাজ করতেন জাদেজা। সেই দোকানের মালিক থেকে প্রতারণার মাধ্যমে ৪০ হাজার ভারতীয় রুপি হাতিয়ে নিয়ে পালিয়ে যান তিনি। এ ঘটনায় মামলা করে ওই দোকান মালিক। তবে জাদেজার কোনো হদিস পাচ্ছিল না পুলিশ।
মুম্বাই পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘অভিযুক্ত জাদেজা নিজের পরিচয় পরিবর্তন করে গুজরাটের কুটছ শহরে থাকছিল। বিভিন্ন সময়ে নিজের নাম পরিবর্তন করে পারভিন সিং ও প্রদীপ সিং রাখেন তিনি। অভিযুক্তের বিরুদ্ধে প্রতারণা ও পুলিশকে বিভ্রান্ত করার অভিযোগ আনা হয়েছে। গ্রেপ্তারের কয়েকদিন পরেই জাদেজা আদালত থেকে জামিন পায়। তবে পরে আর আদালতে হাজিরা দেননি তিনি। অবশেষে তাকে পলাতক ঘোষণা করা হয়।’
এক বিবৃতিতে মুম্বাই পুলিশ কর্তৃপক্ষ জানায়, ২০০৭ সালে কাপড়ের দোকানে কাজ করতো জাদেজা। দোকানের মালিক ৪০ হাজার রুপি আনতে আরেক ব্যবসায়ীর কাছে তাকে পাঠান। ব্যবসায়ীর কাছ থেকে নেওয়া অর্থ হারিয়ে যাওয়ার কথা বলেন তিনি। এ ঘটনায় মালিক মামলা করলে জিজ্ঞাসাবাদে পুলিশকে বিভ্রান্তিকর তথ্য দেয়। অনুসন্ধানের পর জানা যায়, ওই অর্থ নিজের কাছে রেখেছিল জাদেজা।