সোমালিয়ায় হোটেল অবরোধে ১২ জন নিহত
অজ্ঞাত সশস্ত্র হামলাকারীরা সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে দুটি গাড়ি বোমা বিস্ফোরণ ও বন্দুকযুদ্ধের পর একটি হোটেলের নিয়ন্ত্রণ নিয়েছে। শুক্রবার পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। এতে অন্তত ১২ জন নিহত হয়েছেন। জিম্মি হয়ে পড়েছেন আরও অনেকে। খবর রয়টার্সের।
আহমেদ নামে পরিচয় দিয়ে এক পুলিশ কর্মকর্তা রয়টার্সকে বলেন, ‘হোটেল হায়াতকে লক্ষ্য করে দুটি গাড়ি বোমা বিস্ফোরণ হয়। একটি হোটেলের কাছে ও অন্যটি হোটেলের গেটে আঘাত করে। আমরা বিশ্বাস করি হামলাকারীরা হোটেলের ভিতরে রয়েছে।’
নাম প্রকাশে অনিচ্ছুক দুই গোয়েন্দা কর্মকর্তাও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মোগাদিশুর আমিন অ্যাম্বুলেন্স সার্ভিসের পরিচালক ও প্রতিষ্ঠাতা আবদিকাদির আবদিরহমান রয়টার্সকে বলেছেন, তারা এখন পর্যন্ত নয়জন আহত ব্যক্তিকে হোটেল থেকে সরিয়ে নিয়েছেন।
হতাহতের বিষয়ে আর কোনো তথ্য পাওয়া যায়নি। রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী বলেছেন যে, বিস্ফোরণগুলো কমে গেছে এবং হোটেলের দিক থেকে এখনও বিক্ষিপ্ত গুলির শব্দ শোনা যাচ্ছে।
আল কায়েদার সঙ্গে সংযুক্ত আল শাবাব গ্রুপ হামলার দায় স্বীকার করেছে। সাইট ইন্টেলিজেন্স গ্রুপের করা একটি অনুবাদ বলছে, এই বিবৃতি জিহাদি গোষ্ঠীর। আল শাবাব ১০ বছরেরও বেশি সময় ধরে সোমালিয়ার সরকারকে পতনের জন্য লড়াই করছে।

এনটিভি অনলাইন ডেস্ক