২০২১ সালের মধ্যে ধনী দেশগুলোতে করোনা মহামারি নির্মূল হতে পারে : বিল গেটস

নভেল করোনাভাইরাস নির্মূলে ভ্যাকসিনের আবিষ্কারে যেভাবে অগ্রগতি হচ্ছে, সেভাবে চলতে থাকলে ২০২১ সালের মধ্যে ধনী দেশগুলোতে এবং ২০২২ সালের মধ্যে সারা বিশ্বে করোনাভাইরাস অনেকটাই নির্মূল করা যেতে পারে বলে মনে করছেন মার্কিন ধনকুবের ও মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাগাজিন অয়্যার্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন বিল গেটস।
করোনার ভ্যাকসিন তৈরিতে এরই মধ্যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বিল অ্যান্ড ম্যালিন্ডা গেটস ফাউন্ডেশন। বিল গেটস বিশ্বাস করেন, করোনা মোকাবিলায় একটি কার্যকর ভ্যাকসিন পাওয়া যাবে। তবে এর চাহিদা আর উৎপাদন-সংক্রান্ত সমস্যার জন্য কিছু সম্ভাব্য ভ্যাকসিন কেবল ধনী দেশগুলোকেই সাহায্য করবে।
এদিকে, করোনা মোকাবিলায় যুক্তরাষ্ট্র প্রশাসনের ভূমিকা কার্যকর ছিল না বলে সমালোচনা করেছেন বিল গেটস। এ ছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর প্রশাসনের ভূমিকায় হতাশাও প্রকাশ করেছেন তিনি।
সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) সমালোচনা করেছেন বিল গেটস। সবেচেয়ে অভিজ্ঞ গবেষকরা সিডিসিতে থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের পরিস্থিতি দেখে অবাক হয়েছেন তিনি।
মার্কিন এ ধনকুবের বলেন, ‘আপনি সিডিসিকে সবচেয়ে বেশি সক্রিয় অবস্থানে দেখার প্রত্যাশা করবেন, হোয়াইট হাউস এমনকি অ্যান্থনি ফসিকেও নয়।’
এর আগে বিল গেটস সংবাদমাধ্যম সিএনএনকে বলেছেন, ‘যুক্তরাষ্ট্রে কম সংখ্যক করোনা পরীক্ষা, কম কন্ট্যাক্ট ট্রেসিং এবং মাস্ক পরায় বাসিন্দাদের অনীহার জন্যই ভাইরাসটির সংক্রমণ বেড়েছে।’