২০ লাখ বছরের পুরোনো গুহা সংস্কারের উদ্যোগ ওমানের
২০ লাখ বছরের পুরোনো ‘প্রাকৃতিক বিস্ময়’ আল হুতা গুহার ভেতরে পর্যটকদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধি ও প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নিতে যাচ্ছে ওমান সরকার। গালফ নিউজের প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।
পাঁচ কিলোমিটার দীর্ঘ আল হুতা গুহাটি ওমানের আদ-দাখিলিয়্যা প্রদেশের আল-হামরা এলাকার আখদার পর্বতের দক্ষিণ অংশ থেকে শামস পবর্তের পাদদেশ পর্যন্ত বিস্তৃত।
গুহার ভেতরে রয়েছে চারটি জলাধার। এগুলোর মধ্যে তুলনামূলক ছোট তিনটি গুহার উত্তর মাথার দিকে, আর বড় জলাধারটি গুহার মাঝামাঝিতে অবস্থিত। বড় জলাধারটিতে হেঁটেই যাওয়া যায়।
মহামারির আগে বছরে গুহাটি দেখতে প্রতি বছর ৫০ থেকে ৬০ হাজার দর্শনার্থী ভিড় জমাতো। করোনার প্রকোপের মধ্যে এবার তা ১২ হাজারে নেমে এসেছে।
অচিরেই আল হুতা গুহার ভেতরের সংস্কার পরিকল্পনার কাজ শুরু হবে বলে জানান গুহাটির ব্যবস্থাপনায় নিয়োজিত পরিচালক সালিম আলী আল শাকছি জানিয়েছেন। আরও বেশি পর্যটক টানতে আল হুতা গুহা-কেন্দ্রিক নানা ধরনের সুবিধা সৃষ্টি করার কথাও জানান পরিচালক।
গবেষকদের ধারণা, অ্যাসিডময় পানির দ্বারা পাথরের বিস্ফোরণের ফলে পাঁচ কিলোমিটারের এই গুহাটির সৃষ্টি।