২২০ কিলোমিটার দূরের ইসরায়েলি বিমানবন্দরে রকেট হামলা চালিয়েছে হামাস
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/05/14/ayyash.jpg)
ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় রামুন বিমানবন্দরে ‘আইয়াশ-২৫০’ নামের ‘দূরপাল্লার’ রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বশস্ত্র সংগঠন হামাস। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার খবরে এ কথা জানানো হয়েছে।
হামাসের সামরিক শাখা ইজ্যাদ্দিন কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা বলেছেন, ‘ফিলিস্তিনের গাজা থেকে ২২০ কিলোমিটার দূরে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের রামুন বিমানবন্দরে রকেট হামলা চালানো হয়েছে। এটি ২৫০ কিলোমিটারের বেশি দূরত্বের লক্ষ্যবস্তুতে হামলা করতে সক্ষম।’
তবে এ হামলা ঠিক কখন চালানো হয়েছে এবং এতে হতাহতের খবর জানা যায়নি।
পার্সটুডের খবরে বলা হয়, ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরোধব্যবস্থা আয়রন ডোম হামাসের আয়াশকে আটকাতে ব্যর্থ হয়েছে। হামাস এখন ইসরায়েলের যেকোনো স্থানে রকেট হামলা চালাতে সক্ষম।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/infograph/public/images/2021/05/14/ayyash_insert.jpg 687w)
এটি হামাসের গুরুত্বপূর্ণ নেতা শহীদ ইয়াহিয়া আইয়াশের নামে নামকরণ করা হয়েছে। তিনি ১৯৯৬ সালের ৫ জানুয়ারি শিনবেত এলাকায় ইসরায়েলি হামলায় নিহত হন।
গত সোমবার থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় আজ শনিবার সকাল পর্যন্ত ১১৩ জনের প্রাণহানির খবর মিলেছে। এদের মধ্যে ২৮টি শিশু রয়েছে বলে জানা গেছে।