২৭ জন হত্যা নজিরবিহীন ঘটনা : থাই প্রধানমন্ত্রী

থাইল্যান্ডের উত্তরপূর্বাঞ্চলে ‘ব্যক্তিগত সমস্যার’ বশবর্তী হয়ে এক সেনা সদস্যের গুলিতে ২৭ জনকে হত্যার ঘটনা জাতিকে হতবাক করে দিয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী প্রায়ুট চান-ও-চা।
বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে, চান-ও-চা বলেন, ‘থাইল্যান্ডে এটি একটি নজিরবিহীন ঘটনা। আমি চাই এ ধরনের সংকটজনক ঘটনা যেন আর না ঘটে।’
প্রধানমন্ত্রী এ সময় একটি হাসপাতালের বাইরে অবস্থান করছিলেন। শপিং মলে প্রায় ১৭ ঘণ্টার এ মর্মান্তিক ঘটনার পর সেখান থেকে মৃতদেহগুলো উদ্ধার করে ওই হাসপাতালে আনা হয়।
এদিকে দেশটির অপরাধ দমন বিভাগের প্রধান জিরাভব ভুরিদেজ জানান, হত্যাকারি ওই সেনা সদস্য রোববার সকালে গুলিতে নিহত হয়েছেন।