এক গুলিতে তিন আইএস জঙ্গি নিহত!
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/01/23/photo-1485185146.jpg)
ইরাকে ইসলামিক স্টেটের (আইএস) তিন জঙ্গি এক গুলিতেই নিহত হয়েছেন। এক ব্রিটিশ সৈন্য এক হাজার ৮০০ মিটার দূর থেকে গুলিটি ছুড়েছিলেন!
বিট্রেনের স্পেশাল এয়ার সার্ভিসের (এসএএস) সদস্যরা গত নভেম্বরে ইরাকের একটি গ্রামে ওই অভিযানটি পরিচালনা করেন। সেখানে আইএস জঙ্গিরা নারী ও শিশুদের গুলি করার প্রস্তুতি নেওয়ার সময়ই ওই গুলি ছোড়া হয়।
দূর থেকে লক্ষ্যে গুলি করতে দক্ষ ওই সৈন্য (স্নাইপার) তাঁর বন্দুক থেকে গুলিটি ছুড়লে প্রথমটি জঙ্গির মাথায়, এরপর অন্যজনের বুকে এবং শেষের জনের ঘাড়ে গুলিটি বিদ্ধ হয়। ঘটনাস্থলেই তাঁরা তিনজন নিহত হন।
এরপর স্পেশাল এয়ার সার্ভিসের দলটি গুলি করতে করতে বাড়িটিতে প্রবেশ করে। তারা ওই এলাকা ত্যাগ করার আগে জঙ্গিদের আঙুলের ছাপ ও ছবি নিয়ে নেন এবং পুরো বাড়ি তল্লাশি করেন।
ডেইলি মেইল জানায়, একটি ঘরের দ্বিতীয় তলায় বেসামরিক নাগরিকদের জড়ো করা হয়েছিল। জঙ্গিরা তাঁদের দিকে বন্দুক তাক করে এবং জানালা বন্ধ করার নির্দেশ দেয়। তখনই স্পেশাল এয়ার সার্ভিসের দলটি সিদ্ধান্ত নেয়, তাঁদের বাঁচানোর জন্য গুলি করা ছাড়া কোনো উপায় নেই।