মাদক ছাড়াতে প্রয়োজনে আরো হত্যা করব

বিতর্কিত মন্তব্য করে বিভিন্ন সময়ে গণমাধ্যমের আলোচনায় আসা ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে বলেছেন, মাদক সমস্যা সমাধানে প্রয়োজনে তিনি আরো হত্যাকাণ্ড চালাবেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার নিজ শহর দাভাওয়ে থেকে অনলাইনে দেওয়া এক বক্তব্যে এ কথা বলেন দুতের্তে।
ফিলিপাইনের প্রেসিডেন্ট জানান, মাদক সমস্যা সমাধানে তিনি সেনাবাহিনীর সহায়তা নেবেন। তবে সেনাশাসন জারি করার কোনো ইচ্ছা নেই তাঁর। অবৈধ মাদকের বিরুদ্ধে এ যুদ্ধ চলবে।
এর আগে ফিলিপাইনের প্রতিরক্ষা মন্ত্রণালয় মাদক সন্ত্রাসী ও দুর্নীতিগ্রস্ত পুলিশদের দমনে সেনাবাহিনীর সহায়তা নেওয়ার পরামর্শ দিয়েছিল দুতের্তেকে।
‘আমি ফিলিপাইনের সশস্ত্র বাহিনীকে সঙ্গে নিয়েছি এবং মাদককে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে তুলে ধরেছি। আমি সশস্ত্র বাহিনীকে এ বিষয়ে সহায়তার জন্য বলব’, বলেন দুতের্তে।
‘মাদক সমস্যা থেকে বের হওয়ার জন্য আমি আরো হত্যা করব’, যোগ করেন দুতের্তে।
পুলিশের উদ্দেশে দুতের্তে বলেন, ‘আপনাদের শিকড় পর্যন্ত দুর্নীতি ছড়িয়ে পড়েছে। আপনাদের ব্যবস্থার মধ্যেই রয়েছে এটি।’
প্রেসিডেন্ট হিসেবে দুতের্তে ক্ষমতা নেওয়ার পর থেকে চলতি বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত ফিলিপাইনে সাত হাজার ৮০ জন নিহত হন। এঁদের মধ্য দুই হাজার ৫৫৫ জন বিভিন্ন পুলিশ অভিযানে নিহত হন। বাকি তিন হাজার ৬০৩ জন নিহত হন দুর্বৃত্তদের হাতে।
দুতের্তে ক্ষমতা নেওয়ার মাত্র সাত মাসেই এ হত্যাগুলো সংঘটিত হয়েছে।