রায় উল্টে দেবেন ট্রাম্প!
সাতটি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিয়ে আদালতের দেওয়া রায় মেনেই নিতে পারছেন না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বরং রায় ‘উল্টে ফেলা’র হুমকিও দিয়েছেন। সাত মুসলিম দেশের নাগরিকের প্রবেশের ব্যাপারে তিনি জানিয়েছেন, যদি কিছু ঘটে, তবে তার দায়ভার নিতে হবে বিচারক ও আদালত ব্যবস্থাকেই!
সিএনএন জানিয়েছে, আদালতের সমালোচনা করে একের পর এক টুইটবার্তা দিয়েই যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প।
প্রেসিডেন্ট হিসেবে কাজ শুরু করার প্রথম সপ্তাহেই একাধিক বিতর্কিত নির্বাহী আদেশে সই করেছেন তিনি। নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবেই তিনি এসব করেন বলে জানান। এরই মধ্যে একটি ছিল সাতটি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি। দেশগুলো হচ্ছে, সিরিয়া, ইরান, ইরাক, লিবিয়া, ইয়েমেন, সুদান ও সোমালিয়া।
ডোনাল্ড ট্রাম্পের চোখে ওই সাতটি দেশ যুক্তরাষ্ট্রের জন্য ‘বিপজ্জনক’, ‘সন্ত্রাসপ্রবণ’ এবং ‘দেশটির জাতীয় নিরাপত্তার জন্য হুমকি’।
তবে আদালত ট্রাম্পের ওই সিদ্ধান্তের পক্ষে যায়নি। গত শনিবার যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালত সাত দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র প্রবেশে নিষেধাজ্ঞা কার্যকর করার ব্যাপারে ট্রাম্পের আপিল খারিজ করে দেন। ট্রাম্পের ওই নির্বাহী আদেশ সাময়িকভাবে স্থগিত করে দেন সিয়াটলের ফেডারেল আদালত।
এরপরই চটে যান ডোনাল্ড ট্রাম্প! তিনি কেবল আদালতের রায়ের সমালোচনা করেননি, বরং আদালতের বিচারক জন রবার্টসেরও সমালোচনা করেন। এ নিয়ে একাধিক টুইটবার্তা প্রকাশ করেছেন তিনি।
ওই টুই্টবার্তায় নিষেধাজ্ঞার ব্যাপারে রবার্টসের দেওয়া রায়কে ট্রাম্প বলেছেন ‘হাস্যকর’। আদালতের দেওয়া রায়কে ট্রাম্প বলেছেন, ‘তথাকথিত রায়’। ওই দুই মন্তব্য করার পর ট্রাম্প হুমকি দিয়েছেন, ‘এ রায় উল্টে ফেলা হবে।’
প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে ‘হোমল্যান্ড সিকিউরিটি’ বিভাগ সাত দেশের নাগরিকের ব্যাপারে কাজ শুরু করলেও আদালতের রায়ে তা স্থগিত হয়ে যায়। ট্রাম্প এটা নিয়েও প্রশ্ন তোলেন এবং বিস্ময় প্রকাশ করেন।
ট্রাম্প বিস্ময় প্রকাশ করে আরো টুইট করেছেন। তিনি বলেছেন, ‘বিশ্বাস হচ্ছে না একজন বিচারক দেশকে ভয়ানক বিপদের দিকে নিয়ে যান! যদি কিছু ঘটে তবে তাঁকে (বিচারক) ও আদালত ব্যবস্থাকে দায়ী করব!
এদিকে গতকাল রোববারও একটি আদালত ট্রাম্পের নিষেধাজ্ঞা জারির আদেশকে স্থগিত করেছেন। সানফ্রান্সিসকোতে অবস্থিত আপিল আদালত নবম সার্কিট আদেশটি স্থগিত রাখার আদেশ দিয়েছেন।

অনলাইন ডেস্ক