অবকাশে ওবামা, জিতলেন চ্যালেঞ্জ!
ডোনাল্ড ট্রাম্পের কাছে শাসনকাজ বুঝিয়ে দিয়ে ক্ষমতা ছেড়েছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। হোয়াইট হাউস ছাড়ার পর নেই দেশ শাসনের চাপ। কমেছে নিরাপত্তাজনিত কড়াকড়ি। এ সুযোগ হাতছাড়া করা যায়? তাই দলবল গুছিয়ে ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জে অবকাশ যাপনে বের হয়েছিলেন ওবামা। সঙ্গে নিয়েছিলেন স্ত্রী মিশেল ওবামা আর বন্ধু ও ভার্জিন গ্রুপের প্রতিষ্ঠাতা রিচার্ড ব্র্যানসনকে।
কিন্তু শুয়ে-বসে ছুটি কাটাতে নারাজ ওবামা-ব্র্যানসন। ছুটি কাটানোর সময় আনন্দ-ফুর্তি করতে করতে ওবামাকে একটি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ব্র্যানসন। ওবামাকে কাইট সার্ফিং শেখার প্রস্তাব দিলেন তিনি। এই খেলায় পায়ের নিচে সার্ফিং বোর্ড নিয়ে ঘুড়ির সুতা ধরে বাতাসের টানে ভেসে যেতে হয় পানির ওপর দিয়ে।
তবে দায়দায়িত্ব শুধু ওবামার ওপরেই চাপিয়েই দেননি ব্র্যানসন। জানালেন, ওবামার কাইট সার্ফিং শেখার সময় তিনি শিখবেন ফয়েল বোর্ডিং। এই খেলাও অনেকটা কাইট সার্ফিংয়ের মতো। কে আগে শিখতে পারে, সেটাই চ্যালেঞ্জ ওবামা-ব্র্যানসনের মধ্যে। তবে জিত ওবামারই হয়েছিল। কয়েক দিন প্রশিক্ষণের ফলে ব্র্যানসনের আগেই কাইট সার্ফিংয়ের কায়দাটা রপ্ত করে ফেললেন।
ব্র্যানসন বলেন, ‘ওবামা কাইট সার্ফিং করে ১০০ মিটার পর্যন্ত গিয়েছেন দেখে খুব ভালো লাগছিল। তাঁর জয় উদযাপন করতে আমি টুপি খুলে ফেলেছিলাম।’