ম্যাগি নিয়ে নেসলের আবেদন আদালতে খারিজ
ভারতের বিভিন্ন রাজ্যে ম্যাগি নুডলসের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে পণ্যটির মাতৃপ্রতিষ্ঠান নেসলের করা আবেদন খারিজ করে দিয়েছেন মুম্বাইয়ের আদালত।
বিবিসির খবরে বলা হয়, গতকাল শুক্রবার নেসলের আবেদনটি খারিজ করে দেন আদালত। একই সঙ্গে আগামী ৩০ জুন পরবর্তী শুনানির সময় এ বিষয়ে বক্তব্য তুলে ধরতে ভারতের খাদ্য নিরাপত্তা ও মান নিয়ন্ত্রক কর্তৃপক্ষকে (এফএসএসআই) নির্দেশ দেওয়া হয়েছে।
এনডিটিভির খবরে বলা হয়, আদালতে ম্যাগি নুডলসের পক্ষে বিভিন্ন যুক্তি দেন নেসলে ইন্ডিয়ার উপদেষ্টা ইকবাল চাগলা। তিনি বলেন, ‘৩০ বছর ধরে বিষ খাওয়ানো হচ্ছে বলে শিশুদের মা-বাবাকে বলা হয়েছে। এটা (ম্যাগি) এমন কোনো পণ্য নয় যা নিরাপত্তা মানে অনুত্তীর্ণ এবং তৃতীয় বিশ্বের দেশগুলোতে চাপিয়ে দেওয়া হচ্ছে। ম্যাগি নুডলস নিরাপদ। ভারত ছাড়া অন্য দেশেও এটি বিক্রি হচ্ছে।’
ইকবাল চাগলা বলেন, এফএসএসআই জনপ্রিয় নয় ধরনের ম্যাগি নুডলস নিষিদ্ধ করেছে , যা ‘হঠকারী’ ও ‘বিদ্বেষমূলক’।
মাত্রাতিরিক্ত সিসা থাকার অভিযোগ এনে ভারতের কয়েকটি রাজ্যে ম্যাগি নুডলস নিষিদ্ধ করা হয়। ওই রাজ্যগুলোর কয়েকটির দাবি, ম্যাগিতে সোডিয়াম গ্লুটামেটের ক্ষতিকর উপস্থিতি আছে।
এসব বিষয়ে নেসলের পক্ষ থেকে আদালতকে বলা হয়, ম্যাগি নুডলসের যেসব নমুনা পরীক্ষা করা হয়েছে, সেগুলো ২০১৪ সালের জানুয়ারিতে তৈরি হয় যেগুলো পরবর্তী নয় মাস ব্যবহারের উপযোগী। কিন্তু মেয়াদ উত্তীর্ণ হওয়ার কয়েক মাস পর ২০১৫ সালের জানুয়ারিতে নমুনাগুলো পরীক্ষা করা হয় ।
নেসলের আইনি সহায়তাকারী দলটি আদালতকে আরো বলেন, ম্যাগি নিষিদ্ধ হওয়ার বিষয়টি শুধু বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত নয়, এটা তাদের সুনামের সঙ্গেও জড়িত। নয় ধরনের ম্যাগি নুডলসের মধ্যে মাত্র তিনটি ধরনে নিয়ম ভঙ্গের অভিযোগ আছে। অথচ এফএসএসআই পরীক্ষা ছাড়াই নয় ধরনই নিষিদ্ধ করেছে।
বিপরীতে আদালত বলেছেন, নেসলে নিজেই যেহেতু ম্যাগি বাজার থেকে সরিয়ে নিয়েছে, সেহেতু তাদের ওপর নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার প্রশ্নই আসে না।