এবার যুক্তরাষ্ট্রে ম্যাগির পরীক্ষা
ভারতের পর এবারে যুক্তরাষ্ট্রে কড়া পরীক্ষা হতে যাচ্ছে ম্যাগি নুডলসের। নেসলের এই পণ্যটিতে অতিরিক্ত সিসা ও স্বাদবর্ধক মনোসোডিয়াম গ্লুটামেটের (এমএসজি) অস্তিত্ব থাকায় এরই মধ্যে নিষিদ্ধ হয়েছে ভারতে। নেসলের এক মুখপাত্র টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) বিস্তারিত পরীক্ষার জন্য এরই মধ্যে ভারতে তৈরি ম্যাগির নমুনা সংগ্রহ করেছে।
‘আমরা জানতে পেরেছি, মার্কিন কর্তৃপক্ষ ভারতে তৈরি ম্যাগির পণ্য পরীক্ষা করে দেখছে। আমরা পরীক্ষার ফল জানানোর বিষয়ে আমদানিকারকদের বলেছি,’ বলেছেন নেসলের মুখপাত্র।
ভারতের পাঁচটি রাজ্যে নিষিদ্ধ হওয়ার পর বাজার থেকে ম্যাগি নুডলস সরিয়ে ফেলেছিল নেসলে ইন্ডিয়া। মে মাসে ভারতে প্রথম ম্যাগি নুডলসে অতিরিক্ত সিসা থাকার অভিযোগ পাওয়া যায়। এ ছাড়া এতে নানা ক্ষতিকর পদার্থের উপস্থিতির খবরে দেশটিতে সৃষ্টি হয় তুমুল বিতর্ক। এমনকি ম্যাগির বিভিন্ন বিজ্ঞাপনে অংশ নেওয়ায় ভারতীয় তারকাদের বিরুদ্ধে মামলা ও নোটিশ পাঠানো হয়েছে।
আপাতত সরিয়ে নেওয়া হলেও বাজারে আবারো এই জনপ্রিয় পণ্যটি নিয়ে ফেরার অঙ্গীকার করেছে নেসলে। প্রতিষ্ঠানের এক বিবৃতিতে বলা হয়, ‘ভোক্তাদের আস্থা অর্জন এবং পণ্যের নিরাপত্তা আমাদের প্রথম অগ্রাধিকার। দুর্ভাগ্যবশত পণ্যটি নিয়ে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনাবলি এবং অজানা উদ্বেগ ভোক্তাদের জন্য দ্বান্দ্বিক পরিস্থিতি তৈরি করেছে। এমন বাস্তবতায় নিরাপদ হওয়া সত্ত্বেও আমরা পণ্যটি বাজার থেকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছি। আমরা প্রতিজ্ঞা করছি, বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হলেই বিশ্বস্ত ম্যাগি নুডলস বাজারে আসবে। ম্যাগি নুডলস সম্পূর্ণ নিরাপদ এবং ভারতে ৩০ বছরের বেশি সময় ধরে এটি বিশ্বস্ত।’
এর পর আজ নেসলে ইন্ডিয়া এই বিষয়টি নিয়ে ভারতের উচ্চ আদালতেও গেছে।