খুদে ডিজের বিশ্বরেকর্ড
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/05/23/photo-1495520542.jpg)
জাপানের ছয় বছর বয়সী এক সঙ্গীত প্রতিভাধর বিশ্বের ‘সর্বকনিষ্ঠ ক্লাব ডিজে’ (ডিস্ক জকি) হিসেবে গিনেস ওয়াল্ড রেকর্ডে নাম লিখিয়েছে। খুদে এই ডিজের নাম ইতসুকি মারিতা।
জাপানের ওসাকা শহরের ‘এল এন্ড এল রেস্তোরাঁ ও বার’-এ ইতসুকি এক ঘণ্টার বেশি সময় ধরে বাজিয়ে মাত্র ছয় বছর ১১৪ দিন বয়সে এ রেকর্ড করে।
গিনেসে নাম তোলার পর ইতসুকি বলে, ‘রেকর্ডধারী ডিজে হতে পেরে আমি সত্যিই আনন্দিত। সবাই বলে, এটা বড় অর্জন।’
ইতসুকির মা বলেন, ‘বিশ্ব রেকর্ডের মালিক হওয়ার চিন্তা সে কখনো ছাড়েনি।’
ইতসুকি জাপানের ‘পাইওনিয়ার এক্সডিজে এইআরও’ নামে একটি সিরিজ বাজিয়েছে।
শুধু ডিস্ক জকিই নয়, এই খুদে ডিজে তার মায়ের বন্ধুর কাছে ড্রাম বাজানোও শিখেছে। বাজানোর সময় সে ডিস্কো মিক্সার ও রক সংগীত বেশ উপভোগ করে।
সুইডিশ বংশোদ্ভুত ডিজে অ্যাভিচি তার প্রিয়। আর বাকি বিশ্বখ্যাত ডিজেরাও তাকে অনুপ্রাণিত করে।
ইতসুকি আরো বলে, আমি দেখি জনগণ ডিজে করছে। এটাকে তারা মজার বিষয়ও ভাবে।