জাপানে আগাম নির্বাচন দিচ্ছেন প্রধানমন্ত্রী তাকাইচি
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেছেন, তিনি শুক্রবার (২৩ জানুয়ারি) পার্লামেন্ট ভেঙে দেবেন এবং তার ব্যয় পরিকল্পনা ও অন্যান্য নীতি বাস্তবায়নে ভোটারদের সমর্থন পেতে সাধারণ নির্বাচনের ঘোষণা দেবেন। খবর আল জাজিরার।
জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তাকাইচি ক্ষমতা গ্রহণের মাত্র তিন মাস পর আজ সোমবার (১৯ জানুয়ারি) আগাম নির্বাচনের এ ঘোষণা দেওয়া হলো।
তাকাইচি এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আজ আমি প্রধানমন্ত্রী হিসেবে ২৩ জানুয়ারি নিম্নকক্ষ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
আগামী ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ভোটে পার্লামেন্টের নিম্নকক্ষের ৪৬৫টি আসনের সবক'টিই নির্ধারণ করা হবে। প্রধানমন্ত্রী হওয়ার পর তাকাইচির এটি প্রথম নির্বাচনি পরীক্ষা।
আগাম নির্বাচন দিলে সানায়ে তাকাইচি ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) ওপর তার নিয়ন্ত্রণ আরও জোরদারের পাশাপাশি তাদের জোটের পক্ষে জনসমর্থনের জোরালো করার সুযোগ পাবেন।
এই নির্বাচন এমন এক সময়ে হতে যাচ্ছে যখন জাপানের জনসাধারণের প্রধান উদ্বেগের বিষয় হলো জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়। গত সপ্তাহে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে প্রকাশিত এক জরিপে দেখা গেছে, ৪৫ শতাংশ উত্তরদাতা মূল্যবৃদ্ধিকে তাদের প্রধান উদ্বেগ হিসেবে উল্লেখ করেছেন। এরপর ১৬ শতাংশ নিয়ে কূটনীতি এবং জাতীয় নিরাপত্তা।
গত সপ্তাহে এনএইচকে জানিয়েছিল, তাকাইচি তার কূটনৈতিক সময়সূচি বিবেচনা করে আগাম নির্বাচনের ডাক দেবেন। গত ১৩ জানুয়ারি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ুং প্রধানমন্ত্রী তাকাইচির নিজ শহর নারায় স্ফর করেন। এ সময় তারা দুই দেশের নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা করেন।
তাইওয়ান নিয়ে চীনের সঙ্গে উত্তেজনা
সংবাদপত্র ইয়োমিউরি শিম্বুন জানায়, তাকাইচি ও তার দল এলডিপি স্পষ্ট ম্যান্ডেট পেলে তা চীনের সঙ্গে কূটনৈতিক বিরোধের অচলাবস্থা কাটাতে সাহায্য করতে পারে।
নভেম্বরে তাকাইচি বলেছিলেন, চীন যদি কখনো তাইওয়ানে আক্রমণ করে, তবে জাপান সামরিক হস্তক্ষেপ করতে পারে। এরপর জাপানের সঙ্গে চীনের সম্পর্কের তীব্র অবনতি ঘটে। বেইজিং জাপানে ‘দ্বৈত-ব্যবহারযোগ্য’ পণ্য রপ্তানির ওপর ব্যাপক নিষেধাজ্ঞা ঘোষণা করে।
গত মাসে তাকাইচি বলেন, তিনি চীনের সঙ্গে সংলাপের জন্য সর্বদা প্রস্তুত।

এনটিভি অনলাইন ডেস্ক