সহকর্মীর প্রতি অন্য রকম ভালোবাসা!
ঘটনাটি যুক্তরাষ্ট্রের কলম্বিয়া শহরের। সেখানকার গাড়ি মেরামতকারী প্রতিষ্ঠান ফায়ারস্টোন কমপ্লিট অটো কেয়ারের এক নারী কর্মী টিয়া। বাসা থেকে তাঁর কর্মস্থলের দূরত্ব অনেক বেশি। কিন্তু স্বল্প বেতনের এই চাকরি করে যাতায়াতের ব্যয় বহন করা টিয়ার পক্ষে বেশ কষ্টসাধ্য হয়ে পড়ছিল। সে কারণে চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। ঠিক সে সময়েই তাঁর পাশে দাঁড়িয়ে নজির সৃষ্টি করেছেন প্রতিষ্ঠানটির কিছু সহকর্মী।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, টিনার দুরবস্থা দেখে তাঁর সহকর্মীদের সঙ্গে নিয়ে কার্যালয়ের প্রধান আর্থিক সহায়তার উদ্যোগ নেন। তাঁদের সম্মিলিত প্রচেষ্টায় এক হাজার ৩০০ ডলার (৮৩ হাজার রুপি) জোগাড় হয়। আর এতে করে চাকরি ছাড়ার আর চিন্তা করতে হলো না টিয়ার।
বিষয়টি নিয়ে এরিস অ্যামোস নামে টিয়ার এক সহকর্মী গত ২৩ মে ফেসবুকে হৃদয়স্পর্শী একটি ভিডিও পোস্ট করেন। সেই ভিডিওতে দেখা যায়, টিয়ার সহকর্মীরা তাঁকে সাহায্য করার জন্য অর্থ তাঁর হাতে দিচ্ছিল। এ সময় এক সহকর্মীকে জড়িয়ে ধরে টিয়া আনন্দে কেঁদে ফেলেন।
ফেসবুকে ভিডিওটি এরই মধ্যে ভাইরাল হয়ে গেছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভিডিওটি ১৮ লাখ মানুষ দেখেছে। লাইক পড়েছে প্রায় নয় হাজার এবং প্রায় দুই হাজারবার শেয়ার হয়েছে।
ভিডিও দেখে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘বিষয়টি অনেক সুন্দর। আমি ভাষা হারিয়ে ফেলেছি।’
আরেক ফেসবুক ব্যবহারকারী লেখেন, ‘ভিডিওটি দেখে আপনার সঙ্গে আমিও কেঁদেছি।’

অনলাইন ডেস্ক