টুইটারে ট্রাম্পের ফলোয়ারদের প্রায় অর্ধেকই ভুয়া!
চলতি বছরের মে মাসে সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে হঠাৎ ফলোয়ার বাড়া শুরু হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। প্রতি মিনিটেই তাঁর ফলোয়ার বাড়ছিল ১০০ করে। বিষয়টি নিয়ে বিস্মিত টুইটার কর্তৃপক্ষ। কিন্তু খোঁজ নেওয়ার পরই বের হয়ে এলো থলের বিড়াল। অডিটে দেখা গেল, ট্রাম্পের ফলোয়ার হওয়া ওই অ্যাকাউন্টগুলোর প্রায় অর্ধেকই ভুয়া।
৩০ মে যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম মেট্রোর প্রতিবেদনে টুইটারের অডিটের বিষয়টি তুলে ধরে বলা হয়, মে মাসের এক সপ্তাহের মাত্র পাঁচদিনে পাঁচ লাখ ফলোয়ার ট্রাম্পের টুইটার অ্যাকাউন্টে যুক্ত হয়। নতুন এই ফলোয়ারদের বেশির ভাগেরই নেই কোনো ছবি।
প্রতিবেদনে আরো বলা হয়, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার টুইটারে ফলোয়ার আট কোটি ৯২ লাখ। আর ট্রাম্পের ফলোয়ার মাত্র তিন কোটি ১১ লাখ। এর মধ্যে ভুয়া অ্যাকাউন্টই আছে এক কোটি ৪৭ লাখ ৭৬ হাজার ৯৩৯টি। এর মানে দাঁড়ায়, তাঁর প্রায় অর্ধেকই ফলোয়ারই ভুয়া।
মেট্রোর প্রতিবেদনে উল্লেখ করা হয়, টুইটারের ফলোয়ার কেনা সহজ বিষয়। ট্রাম্প হয়তো নিজে ফলোয়ার কেনেননি। কিন্তু তাঁর হয়ে কেউ এই কাজ করতে পারে।
ট্রাম্প হঠাৎ করে কেন এত ফলোয়ার পেলেন, তা নিয়ে জোর আলোচনা চলছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ওবামাকে টেক্কা দিতেও তিনি এই কাজ করতে পারেন বলে মনে করা হচ্ছে।

অনলাইন ডেস্ক