সৌদিতে কাতার এয়ারলাইন্সের লাইসেন্স বাতিল
মধ্যপ্রাচ্যের দেশ কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্নের জের ধরে এবার দেশটির বিমানসেবা প্রতিষ্ঠান কাতার এয়ারওয়েজের লাইসেন্স প্রত্যাহার করেছে সৌদি আরব সরকার।
স্থানীয় সময় মঙ্গলবার সৌদি আরবের সিভিল এভিয়েশনের জেনারেল অথরিটি (জিএসিএ) কাতার এয়ারওয়েজের লাইসেন্স প্রত্যাহারের ঘোষণা দেয়।
এদিকে, কাতারের সঙ্গে আরব বিশ্বের প্রভাবশালী দেশগুলোর কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্নের পর মধ্যপ্রাচ্যে নজিরবিহীন সংকট দেখা দিয়েছে। এরই মধ্যে সৌদি আরব কাতারের সঙ্গে স্থলসীমান্ত ও আকাশপথের যোগাযোগ বন্ধ করে দিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, কাতার এয়ারওয়েজের লাইসেন্স বাতিল করেছে রিয়াদ। একই সঙ্গে প্রতিষ্ঠানটির কার্যালয় ৪৮ ঘণ্টার মধ্যে বন্ধ করে দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। সৌদি আরবসহ সাতটি দেশ কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার একদিন পরই এ সিদ্ধান্ত নেওয়া হলো।