পাকিস্তানে ড্রোন হামলা বাড়াতে পারে ট্রাম্প প্রশাসন
পাকিস্তানে ড্রোন হামলার মাত্রা বাড়াতে পারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ বিষয়ে বার্তা সংস্থা রয়টার্সকে জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।
ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, পাকিস্তানে ড্রোন হামলা চালানোর পাশাপাশি, দেশটিতে সাহায্যের পরিমাণ কমানো এবং যুক্তরাষ্ট্রের অন্যতম বন্ধু হিসেবেও পাকিস্তানের অবস্থানের অবনতি হবে।
সংবাদ মাধ্যমগুলো জানায়, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ কতটুকু সফলতা বয়ে আনবে তা নিয়ে শঙ্কা রয়েছে দেশটির প্রশাসনের অনেক কর্তা ব্যক্তিদেরই। কারণ বহু বছর চেষ্টা করেও জঙ্গিবাদে সমর্থন করা থেকে পাকিস্তানকে বিরত রাখতে ব্যর্থ হয় যুক্তরাষ্ট্র।
এ বিষয়ে দেশটির সামরিক সদর দপ্তর পেন্টাগনের মুখপাত্র অ্যাডাম স্টাম্প বলেন, ‘আন্তর্জাতিক নিরাপত্তার বিষয়ে যুক্তরাষ্ট্র ও পাকিস্তান অংশীদারত্বের সম্পর্ক চালিয়ে যাবে।’ তবে দেশটিতে অবস্থিত পাকিস্তান দূতাবাস এ নিয়ে কোনো মন্তব্য করেনি।
তালিবান ও এর সহযোগী বিদ্রোহী গোষ্ঠীরা পাকিস্তানের সহায়তায় আফগানিস্তানের বিভিন্ন স্থানে হামলা চালায় বলে জানান যুক্তরাষ্ট্রের কয়েকজন বিশেষজ্ঞ। এ ছাড়া পাকিস্তানকে জঙ্গিদের স্বর্গ বলেও উল্লেখ করেন তাঁরা।
এদিকে, আবারও আফগানিস্তানে সৈন্যের সংখ্যা বাড়াতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটিতে মার্কিন সেনারা সংকটময় পরিস্থিতিতে রয়েছে বলে মন্তব্য করেছেন অনেকেই। এ ক্ষেত্রে পাকিস্তানের জঙ্গিদের দমানো না গেলে তালিবানদের শান্তির পথে আনার লক্ষ্য থেকে যুক্তরাষ্ট্র ব্যর্থ বলে মনে করছেন তাঁরা।

রয়টার্স