মিয়ানমারে গণকবর, ৪৫ মৃতদেহ উদ্ধারের দাবি

মিয়ানমারের রাখাইন রাজ্যের একটি গ্রামে গণকবরের সন্ধান পাওয়া গেছে বলে দাবি করেছে সেনাবাহিনী। সেখান থেকে ৪৫টি মৃতদেহ উদ্ধারের কথা জানানো হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।
আজ সোমবার ১৭টি মৃতদেহ উদ্ধারের কথা জানানো হয়েছে। এর আগে শনিবার আরো ২৮টি মৃতদেহ উদ্ধার করা হয়। সেনাবাহিনীর দাবি, এই হত্যাকাণ্ড চালিয়েছে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সদস্যরা। তবে আরসা এ দাবি অস্বীকার করেছে।
গত ২৫ আগস্ট রাখাইনে ২০টির বেশি সেনা ও পুলিশ ক্যাম্পে হামলা চালায় রোহিঙ্গা বিদ্রোহীরা। এর পর থেকে সেনাবাহিনীর অভিযানের মুখে প্রায় চার লাখ ৩০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়।
আরসার পক্ষ থেকে বলা হয়েছে, কোনো বেসামরিক লোকজনের ওপর তারা হামলা চালায়নি। মিয়ানমার সেনাবাহিনীর অত্যাচার-নির্যাতন থেকে রোহিঙ্গাদের রক্ষা করাই তাদের লক্ষ্য।
গার্ডিয়ান জানিয়েছে, দেশটির সংখ্যালঘু হিন্দুরা এই চলমান সহিংসতার মধ্যে উভয় সংকটে পড়েছে। হিন্দু সম্প্রদায়ের অনেকের দাবি, এই সহিংসতা দেশটির উগ্রবাদী বৌদ্ধরা ও সেনাবাহিনী করেছে। আবার কারো দাবি, সরকারি চর মনে করে তাদের ওপরই হামলা করছে রোহিঙ্গা বিদ্রোহীরা।
মিয়ানমার সরকার এক বিবৃতিতে জানায়, বাংলাদেশে পালিয়ে যাওয়া এক রোহিঙ্গা মিয়ানমারে এক হিন্দু নেতার সঙ্গে যোগাযোগ করে হিন্দু সম্প্রদায়ের ১০০ জনকে হত্যার কথা জানান।
মিয়ানমারে সেনা অভিযানের মধ্য দিয়ে ‘জাতিগত নিধন’ চলছে বলে জানিয়েছে জাতিসংঘ।