আফগানিস্তানে আত্মঘাতী হামলা, ২২ পুলিশ নিহত
আফগানিস্তানের পূর্বাঞ্চলে প্রাদেশিক পুলিশের সদর দপ্তরে চারটি আত্মঘাতী হামলায় কমপক্ষে ২২ পুলিশ নিহত হয়েছেন। চার আত্মঘাতী হামলাকারীও এতে নিহত হয়। এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। তালেবান এ হামলার দায় স্বীকার করেছে।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, গত বছরের শেষের দিকে আফগানিস্তান থেকে বেশির ভাগ বিদেশি সৈন্য ফিরিয়ে নেওয়ার পর এই প্রথম লগার প্রদেশে আফগান সৈন্যদের লক্ষ্য করে এ ধরনের হামলার ঘটনা ঘটল।
প্রদেশ সরকারের মুখপাত্র দ্বীন মোহাম্মদ দারবিশ বলেন, আজ মঙ্গলবার শেষ দুপুরের দিকে পুলিশ কম্পাউন্ডের ফটকের দিকে শরীরে বিস্ফোরক বেঁধে চার আত্মঘাতী হামলাকারী এগিয়ে যায়। এদের মধ্যে একজন প্রধান ফটকের কাছে বিস্ফোরণ ঘটায়। এতে এক পুলিশ সদস্য নিহত হন। এরপর পুলিশের সঙ্গে তাদের ২৫ মিনিট লড়াই হয়।
লগারের উপ-পুলিশপ্রধান আবদুল ওয়ালি তুফান বলেন, অন্য আরেক জঙ্গি সদর দপ্তরের খাবার ঘরে ঢুকে বিস্ফোরণ ঘটায়। এতে ওই আত্মঘাতীসহ ২২ পুলিশ সদস্য নিহত হন। আহত হন আরো সাতজন। পরে আরো দুই আত্মঘাতী হামলাকারী বিস্ফোরণ ঘটায় এবং নিহত হয়। তবে তাদের বিস্ফোরণে কেউ হতাহত হয়নি।
তালিবানের মুখপাত্র জাবিদুল্লাহ মুজাহিদ তাঁর ট্যুইটার অ্যাকাউন্টে এক ট্যুইটের মাধ্যমে এই হামলার দায় স্বীকার করেছে।