মেক্সিকোতে যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/08/01/photo-1533094344.jpg)
মেক্সিকোতে একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় কেউ নিহত না হলেও অন্তত ৮৫ জন আহত হয়েছেন। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
আজ বুধবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার গুয়াদুলুপ ভিক্টোরিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাজধানী মেক্সিকো সিটির উদ্দেশে রওনা দেয় অ্যারোমেক্সিকো ফ্লাইটটি। ১০ কিলোমিটার যাওয়ার পরই দুরাঙ্গো প্রদেশে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।
দেশটির বিমান কর্তৃপক্ষ জানায়, উড়োজাহাজটিতে ৯৭ যাত্রী ও চারজন ক্রু ছিলেন। দুর্ঘটনার পর ৩৭ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মাঝপথেই জরুরি অবতরণে বাধ্য হন পাইলট।
দেশটির সিভিল ডিফেন্সের মুখপাত্র জানান, বিধ্বস্ত হওয়ার কিছু সময় পর উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। তবে এর আগেই আরোহীরা বেরিয়ে আসতে সক্ষম হন।
এক টুইট বার্তায় মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নেইতো রাষ্ট্রীয় সংস্থাগুলোকে জরুরি সেবা দেওয়ার নির্দেশ দিয়েছেন।