যুক্তরাষ্ট্রে ‘মাতাল চালকে’র গাড়িচাপায় নিহত ৪

যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যে সন্দেহভাজন মদ্যপ চালকের গাড়িচাপায় চারজন নিহত হয়েছেন। স্টিলওয়াটার শহরে স্থানীয় সময় গতকাল শনিবার এ ঘটনায় আহত হয়েছেন ৪৪ জন। ওই নারী গাড়িচালককে আটক করা হয়েছে।
ঘটনার সময় ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটিতে (ওএসইউ) একটি কুচকাওয়াজ অনুষ্ঠান চলছিল। এ কুচকাওয়াজ দেখার জন্য সেখানে অনেক দর্শক জমায়েত হয়েছিল। এ সময় ২৫ বছর বয়সী নারী গাড়ি নিয়ে দ্রুতগতিতে ভিড়ের মধ্যে ঢুকে পড়েন। এতে শিশুসহ চারজন নিহত হয়।
পুলিশ জানিয়েছে, গাড়িচাপায় ঘটনাস্থলেই তিনজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর দুই বছরের এক শিশু নিহত হয়। পাঁচ শিশুসহ সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্মকর্তারা।
দর্শকদের আঘাত করার আগে ওই গাড়িটি পুলিশের একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। কিন্তু সেই সময় মোটরসাইকেলটিতে কোনো আরোহী ছিল না।
স্টিলওয়াটারের মেয়র জিনা নোবেল বলেন, ‘হতাহতের এ ঘটনা হৃদয়বিদারক।’ ওএসইউর প্রেসিডেন্ট বার্নস হারগিস বলেন, ‘একটি প্রাণবন্ত, আনন্দদায়ক অনুষ্ঠানকে একটি ভয়াবহ ট্র্যাজেডি নষ্ট করে দিয়েছে।’