এক টন গাঁজাসহ 'মাদক কারবারি' গ্রেপ্তার
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/07/22/photo-1563810562.jpg)
তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ বেটমান থেকে সোমবার এক টন গাঁজা জব্দ করেছে তুরস্কের নিরাপত্তা বাহিনী।
সংবাদমাধ্যম দ্য সাবাহ এক প্রতিবেদনে জানায়, গোপন সূত্রের ভিত্তিতে দেশটির এন্টি নার্কোটিক পুলিশ ওই প্রদেশে অভিযান চালায়। ধারণা করা হচ্ছে সন্ত্রাসী সংগঠন পিকেকে অর্থ সংগ্রহের জন্য এত বড় মাদক চোরাচালানের চেষ্টা করছিল। এই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের তথ্য মতে, ২০১৮ সালে তুরস্ক থেকে প্রায় ১৭.৩ টন হেরোইন জব্দ করে এবং মাদক চোরাচালানের সাথে সংশ্লিষ্ট থাকার সন্দেহে প্রায় ১৫০০ জনকে গ্রেপ্তার করা হয়েছিল।
গত ৩০ বছর ধরে তুরস্কে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে সন্ত্রাসী সংগঠন পিকেকে। দীর্ঘ এই সময় ধরে নারী ও শিশুসহ প্রায় ৪০ হাজার মানুষকে হত্যার জন্য এই সংগঠনটিকে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের তকমা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র ও তুরস্ক।