মদিনায় বাস-ট্যাংকার সংঘর্ষে ৪২ ওমরাহযাত্রী নিহত
সৌদি আরবের মদিনার কাছে একটি যাত্রীবাহী বাস ও ডিজেল ট্যাংকারের ভয়াবহ সংঘর্ষে কমপক্ষে ৪২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল রোববার (১৬ নভেম্বর) রাতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ওই বাসের বেশিরভাগ যাত্রীই ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দরাবাদ থেকে যাওয়া ওমরাহযাত্রী বলে ধারণা করা হচ্ছে।
সংবাদমাধ্যম খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রাত ১১টার দিকে মক্কা থেকে মদিনা যাওয়ার পথে মুফরিহাটের কাছে এই সংঘর্ষের ঘটনা ঘটে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যাত্রীবাহী বাসের সঙ্গে ডিজেল ট্যাংকারের ধাক্কা লাগার পর মুহূর্তেই বাসটিতে আগুন ধরে যায়।
গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনার সময় বাসের অধিকাংশ যাত্রীই ঘুমিয়ে ছিলেন। ফলে আগুন লাগার পর তাদের বের হওয়ার সুযোগ খুব কম ছিল।
প্রতিবেদন অনুযায়ী, নিহতদের মধ্যে কমপক্ষে ১১ জন নারী ও ১০ জন শিশু রয়েছে। তবে কর্তৃপক্ষ এখনও সংখ্যাটি যাচাই করছে।
উদ্ধারকারী দল জানিয়েছে, বাসটি সম্পূর্ণ পুড়ে যাওয়ায় নিহতদের শনাক্ত করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।
মোহাম্মদ আব্দুল শোয়াব নামে একজন দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি আছেন, তবে তাঁর শারীরিক অবস্থা জানা যায়নি।
হায়দরাবাদের সংসদ সদস্য আসাদুদ্দিন ওয়াইসি জানিয়েছেন, দুর্ঘটনার সময় বাসে ৪২ জন ওমরাহযাত্রী ছিলেন এবং সংঘর্ষের পর বাসে আগুন ধরে যায়। তিনি জানান, রিয়াদে ভারতীয় দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন আবু ম্যাথেন জর্জের সঙ্গে তিনি নিয়মিত যোগাযোগ রাখছেন। দূতাবাস পরিস্থিতি সম্পর্কে তথ্য সংগ্রহ করছে।
তেলেঙ্গানা সরকারও জানিয়েছে, তারা রিয়াদে ভারতীয় দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে। মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডি নয়াদিল্লিতে কর্মকর্তাদের দূতাবাসের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখতে নির্দেশ দিয়েছেন।

কামাল পারভেজ অভি, মক্কা