কুকুরকে স্নান করাচ্ছে শিম্পাঞ্জি! ভিডিও ভাইরাল
দেখেছেন ভিডিওটি? যে ভিডিওতে দেখা গেছে শিম্পাঞ্জি ও কুকুরের গোসল করা। সম্প্রতি এই ভিডিও ভাইরাল হয়েছে ইন্টারনেটে। দেখে থাকলে আরো একবার দেখতেই পারেন সেই মন ভোলানো ভিডিওটি। না দেখে থাকলে সত্যিই বিরল দৃশ্য মিস করেছেন।
ভিডিওতে দেখা যায়, একটি কুকুরকে যত্ন করে গোসল করাচ্ছে দুটি শিম্পাঞ্জি। তাদের সেই মমতা মাখানো গোসল করানোর দৃশ্য দারুণ উপভোগ করেছে নেটিজেনরা। আপ্লুত নেটিজেনরা লাইক আর কমেন্টের বন্যা বইয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ভিডিওটি গত শুক্রবার পোস্ট করেছেন কোডি আন্টলে। দক্ষিণ ক্যারোলিনার মার্টল বিচ সাফারিতে এই বিরল দৃশ্য দেখা গেছে।
একটি বাথটাবে কুকুর আরামে বসে আছে। আর তাকে দলাইমলাই করে গোসল করাচ্ছে দুই আদিমানব বালি আর সুগ্রিব নামের শিম্পাঞ্জি আর এক পুরুষ। ভিডিওটি ইনস্টাগ্রামে পোস্ট হওয়ার পরই সেটি ছড়িয়ে যায় টুইটার, ফেসবুক ও রেডিটে। দেখতে দেখতে লাখ লাখ লোক মন্তব্য করেন ভিডিওটি দেখে।
এক নেটিজেন মন্তব্য করেছেন, ‘এত মজার ভিডিও দেখে হাসি চেপে রাখা দায়। বিশেষ করে বাঁদিকের শিম্পাঞ্জির দিকে তার তাকানোর ভঙ্গি দেখে আমি বাকরুদ্ধ।’
অন্য একজন বলেছেন, মন ভালো করে দেওয়ার মতো ভিডিও।
তবে সমালোচনা করতেও ছাড়েনি কেউ কেউ। একজনের মতে, এই আচরণ খুব স্বাভাবিক নয়। মনে হয় এটি নকল ভিডিও।
অন্য একজন বলেছেন, ‘আমি শিম্পাঞ্জিদের এই আচরণ মেনে নিতে পারছি না। ওরা বন্যপ্রাণী। এই আচরণ ওদের পক্ষে স্বাভাবিক নয়।’