বিকিনি পরায় ফিলিপাইনে নারী গ্রেপ্তার!

ফিলিপাইনের সমুদ্র সৈকতে বিকিনি পরায় গ্রেপ্তার হয়েছেন তাইওয়ানের এক নারী পর্যটক। তাঁর নাম লিন টিজু টিং।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে জানা যায়, ২৬ বছর বয়সী ওই নারী অবকাশ যাপনের জন্য প্রেমিককে সঙ্গে নিয়ে ফিলিপাইনে আসেন। গত ৯ অক্টোবর বোরসাই দ্বীপের পুকা সমুদ্র সৈকতে তাঁরা দুজন ঘুরতে যাওয়ার আগে টিং সাদা রঙের একটি ছোট বিকিনি পরেন।
আর ঠিক তখনই হোটেলের কর্মীরা টিংকে তাঁর পরিহিত সাঁতারের পোশাক সম্পর্কে সতর্ক করেন। কিন্তু এতে কাজ হয়নি। টিং ঠিকই এই পোশাক পরে বেরিয়ে যান।
সোশ্যাল মিডিয়ায় লিন টিজু টিংয়ের এই বিকিনি পরা ছবি ভাইরাল হলে পুলিশের নজরে সেটা আসে। পরে সেই প্রেমিক যুগল জানান, হোটেল কর্তৃপক্ষ নিষেধ করলেও শৈল্পিক ভেবে তাঁরা এই পোশাক পরেছেন।
পুলিশ বলেন, ‘আমাদের ফিলিপাইন ও এশিয়ানদের নিজেদের সংস্কৃতির মূল্যবোধ রয়েছে। তাঁদের এই সংস্কৃতিকে সম্মান জানানো উচিত।’
এ ঘটনার পরের দিন ১০ অক্টোবর আবারও সমুদ্রসৈকতে অন্য আরো একটি বিকিনি পরে ঘুরতে যান মিস টিং। আর সেইদিনেই পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
মালয় পুলিশ প্রধান মেজর জেস বাইলন জানান, অশ্লীল পোশাক পরা ও হোটেলের নিয়ম না মেনে উল্টো মালিকের সঙ্গে তর্ক করায় ওই নারীকে জরিমানা করা হয়।
সে সময় ওই প্রেমিক যুগল জানান, তাঁদের দেশে এ ধরনের বিকিনি পরা খুব স্বাভাবিক ঘটনা।
কিন্তু স্থানীয় পুলিশ জানায় ,‘যদিও তাঁদের ঐতিহ্য কিংবা সংস্কৃতি আমাদের মতো নয় তবুও আমাদের ঐতিহ্যকে সম্মান জানানো দরকার ছিল।’
পরে মিস টিং তাঁর প্রেমিককে নিয়ে ঘটনার পরের দিন বোরসাই দ্বীপ ছেড়ে চলে যান।