আল-আকসা মসজিদ ‘দখলে’ নিয়েছে ইহুদিরা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/10/17/photo-1571313951.jpg)
আজ বৃহস্পতিবার ইহুদিদের ‘সুক্কত’ উৎসবকে কেন্দ্র করে শত শত ইহুদি আল-আকসা মসজিদে প্রবেশ করে। ছবি : সংগৃহীত
দখলদার ইহুদি সম্প্রদায়ের লোকেরা জেরুজালেমের সবচেয়ে পবিত্র ও স্পর্শকাতর জায়গা আল-আকসা মসজিদে প্রবেশ করেছে। আজ বৃহস্পতিবার ইহুদিদের ‘সুক্কত’ উৎসবকে কেন্দ্র করে তারা আল-আকসা মসজিদে প্রবেশ করে।
তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদুলু এজেন্সি এক প্রতিবেদনে জানায়, ইহুদিদের ধর্মীয় উৎসব সুক্কত উপলক্ষে শত শত কট্টরপন্থি ইহুদি আল-আকসায় প্রবেশ করে। তাদের আল-আকসায় প্রবেশ করতে সহায়তা করছে ইসরায়েলি পুলিশ।
প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সকাল থেকেই ইসরায়েলি পুলিশের সহায়তায় আল-আকসা মসজিদে প্রবেশ করে ৫১৫ জন কট্টরপন্থি ইহুদি।
আল-আকসা মুসলমানদের তৃতীয় পবিত্র স্থান। তবে আল-আকসাকে ইহুদিরা তাদের ‘টেম্পল মাউন্ট’ বলে দাবি করে।
উল্লেখ্য, ১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধে পূর্ব জেরুজালেম দখল করে নেয় ইসরায়েল। আর ১৯৮০ সালে পুরো শহরটিকেই নিজেদের দখলে নেয় দখলদার ইহুদিরা।