ফ্রান্সে জীবাণু বোমা হামলার আশঙ্কা
ফ্রান্সে জীবাণু ও রাসায়নিক হামলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভালস। দেশটিতে সাম্প্রতিক প্রাণঘাতী বোমা হামলার পর জারি করা জরুরি অবস্থার মেয়াদ বৃদ্ধির ব্যাপারে দেশটির সংসদে বিতর্ক চলাকালে আইনপ্রণেতাদের উদ্দেশে প্রধানমন্ত্রী আজ বৃহস্পতিবার এ হুঁশিয়ারি জানান।
বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) জানায়, ভালস আইনপ্রণেতাদের উদ্দেশে বলেন, ‘কোনো ঝুঁকির সম্ভাবনাই উড়িয়ে দেওয়া উচিত নয় আমাদের। ফ্রান্সের ওপর জীবাণু ও রাসায়নিক অস্ত্র ব্যবহারের ঝুঁকিও রয়েছে।’
গত ১৩ নভেম্বরে প্যারিসের তিনটি স্থানে একযোগে চালানো বোমা হামলায় অন্তত ১২৯ জন নিহত হয়। আহত হয় কয়েকশ মানুষ। হামলার পর দায় স্বীকার করে আইএস। পরিস্থিতি মোকাবিলায় জারি হয় জরুরি অবস্থা।
ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদঁ তিন মাসের জন্য জরুরি অবস্থা জারির বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ বৃহস্পতিবার একটি বৈঠক আহ্বান করেছেন। তবে ভোটাভুটি করে সিদ্ধান্তটি পাকা করার জন্য দায়িত্ব বর্তেছে দেশটির আইনপ্রণেতাদের ওপর।
ইউরোপের ইতিহাসে অন্যতম ভয়াবহ এই সন্ত্রাসী হামলার পর সম্ভাব্য হামলা ঠেকাতে গত মঙ্গলবার জার্মানি ও নেদারল্যান্ডসের মধ্যকার একটি ফুটবল ম্যাচ বাতিল করা হয়।