অর্থ পাবে তুরস্ক, চাপ কমাবে ইউরোপ
ইউরোপের বিভিন্ন দেশে শরণার্থীদের অব্যাহত চাপ কমাতে তুরস্কের সঙ্গে একটি চুক্তি করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। স্থানীয় সময় রোববার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
বিবিসির খবরে বলা হয়, চুক্তি অনুযায়ী ইইউর পক্ষ থেকে ৩০০ কোটি ইউরো দেওয়া হবে তুরস্ককে। দেশটিকে ইইউতে অন্তর্ভুক্ত করার বিষয়টিও বিবেচনা করা হবে। এ ছাড়া ২০১৬ সালের অক্টোবরের মধ্যে ইইউভুক্ত ২৬টি দেশে তুরস্কের নাগরিকদের বিনা ভিসায় ভ্রমণের সুযোগও দেওয়া হতে পারে। বিনিময়ে শরণার্থীদের জন্য সীমান্ত অবারিত করতে হবে তুরস্ককে। পাশাপাশি মানতে হবে নির্দিষ্ট কিছু শর্ত।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইএমও) হিসাব অনুযায়ী, চলতি বছরে ৭ লাখ ২০ হাজারের বেশি শরণার্থী ইউরোপে প্রবেশ করেছেন। এদের বেশির ভাগই তুরস্ক হয়ে বিভিন্ন গন্তব্যে পাড়ি দিয়েছেন।
এ সংকট সমাধানে ইইউ দীর্ঘদিন ধরে তুরস্কের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছিল। অবশেষে রোববার তুরস্কের প্রধানমন্ত্রী আহমেত দাভুতোগলুর সঙ্গে সমঝোতায় পৌঁছাল ইইউভুক্ত ২৮টি দেশের নেতারা।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ২৯ নভেম্বরকে ইইউর সঙ্গে সম্পর্কের ‘ঐতিহাসিক দিন’ হিসেবে আখ্যা দেন তুরস্কের প্রধানমন্ত্রী আহমেত দাভুতোগলু। ওই সময় তিনি কার্যকর আলোচনার জন্য ইইউর নেতাদের ধন্যবাদ জানান।