হঠাৎ রাস্তায় বাতাসে ভাসল গাড়ি!
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/12/01/photo-1448983831.jpg)
গত সপ্তাহে চীনের একটি রাস্তায় যা ঘটে গেল তা দেখলে আপনি নিশ্চিত বলে বসবেন, এ তো ডাকিনীবিদ্যার কাজ। আর তা না বললেও নিদেনপক্ষে ঘটনাটিকে অতিপ্রাকৃত শক্তির সৃষ্টি তো বলবেনই।
পুরো ইন্টারনেটজুড়ে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে কয়েক সেকেন্ডের এই ভিডিওটি। সেখানে দেখা যায়, চীনের শিংতাইয়ের একটি ব্যস্ত সড়কের দৃশ্য। চার সড়কের সংযোগস্থলে এসে হঠাৎ করে তিনটি গাড়ির কিছু অংশ অনেকটা বাতাসে ভেসে উঠল।
প্রথম দেখা যায় একটি মাইক্রোবাস সিগন্যালে দাঁড়িয়ে আছে। দূর থেকে আরেকটি মাইক্রোবাস এসে হঠাৎ এর পাশে দাঁড়াতেই হঠাৎ সেটির পেছনের অংশ বাতাসে ভেসে উঠল। এরপর দাঁড়িয়ে থাকা পাশের মাইক্রোটিরও সামনের অংশ ভেসে উঠল যেন। তারপর দুটি গাড়িই কয়েকবার ওপর নিচ করে একটি কাত হয়ে পড়ে গেল।
পাশেই বিপরীত দিকে যাওয়ার সময় একটি প্রাইভেট কারের পেছনের দিকও হঠাৎ করে বাতাসে ভেসে উঠল।
পুরো ঘটনায় হতচকিত হয়ে গেছেন আশপাশের লোকজন। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক হাজারবার শেয়ার করা হয়েছে এই ভিডিওটি। সবারই প্রশ্ন, কী কারণে বা কোন শক্তিতে এত ওজনের গাড়িগুলো হাওয়ায় ভেসে উঠল?
এই প্রশ্নেরও জবাব মিলেছে। আর সেটি হচ্ছে কোনো অতিপ্রাকৃত শক্তি টেনে তোলেনি গাড়িগুলো। ঘটনাস্থলের পাশেই ছিল কিছু জট লেগে থাকা তার আর রাস্তা পরিষ্কার করার যন্ত্রের গাড়ি। এই দুটি জিনিস মিলে একটি ক্রিয়া তৈরি করে যার প্রতিক্রিয়া হিসেবে গাড়িগুলো হঠাৎ করে ওপরের দিকে উঠে যায়।
সিসিটিভি চ্যানেলকে একটি গাড়ির চালক বলেন, ‘আমি ধীরে গাড়ি চালিয়ে সোজা পথে আসছিলাম। হঠাৎ করেই আমি গাড়িসহ ওপরের দিকে উঠে গেলাম। রাস্তা পরিষ্কার করার গাড়ি তারগুলোকে বাধা দিচ্ছিল। তখন তারগুলো আমাদের গাড়ির নিচে এসে গেল আর আমাদের গাড়ির একাংশ উড়তে শুরু করল।’
তবে এই ঘটনায় কেউ হতাহত হননি বলে জানিয়েছে চীনের সংবাদমাধ্যমগুলো।