অতীতের ভুলের জন্য ক্ষমা চাইলেন অনুপ চেটিয়া
ছবি : বাসস
উত্তর-পূর্ব ভারতের আসাম রাজ্যের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার নেতা অনুপ চেটিয়া অতীত ভুলের জন্য ক্ষমা চেয়েছেন। একই সঙ্গে তিনি সরকারের সঙ্গে শান্তি আলোচনা করতে প্রস্তুত বলে জানিয়েছেন।
মঙ্গলবার সন্ত্রাসবাদের মামলায় আসামের একটি আদালতে হাজিরা দেওয়ার পর তিনি এ কথা বলেন। খবর বাসসের।
উলফার সাধারণ সম্পাদক অনুপ চেটিয়া বলেন, ‘আমাদের অতীত ভুলের জন্য আমি আসামের জনগণের কাছে ক্ষমা চাইছি। আমাদের বিপ্লবের বিরোধিতার কারণে যাদের প্রাণ হারাতে হয়েছে, আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাই এবং তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করি।’
অনুপ চেটিয়া ১৯৯৭ সাল থেকে বাংলাদেশের কারাগারে বন্দি ছিলেন। গত ১০ নভেম্বর গভীর রাতে বাংলাদেশ অনুপ চেটিয়াকে ভারতের কাছে হস্তান্তর করে। ভারতের কাছে হস্তান্তরের আগে তিনি কাশিমপুর কারাগারে ছিলেন।

অনলাইন ডেস্ক