পাকিস্তানের অস্ত্রবাহী ড্রোন পরীক্ষা
দেশীয় প্রযুক্তিতে তৈরি অস্ত্রবাহী ড্রোনের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। আজ শুক্রবার এ পরীক্ষা চালানো হয়। বুররাক নামের ড্রোনটিতে রয়েছে বার্ক নামের লেজার রশ্মি নিয়ন্ত্রিত ক্ষেপনাস্ত্র।
দেশটির সংবাদমাধ্যম ডন জানায়, নতুন এ ড্রোনটি যে কোন আবহাওয়ায় চলতে পারব আর লক্ষ্যে আঘাত হানবে নির্ভুলভাবে।
নতুন এই ড্রোন পরীক্ষার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল রাহেল শরীফ। সফল এ ড্রোন পরীক্ষাকে তিনি বিশাল জাতীয় অর্জন হিসেবে আখ্যায়িত করেন। তিনি এসময় নতুন আবিষ্কৃত ড্রোনটির নানা দিক ও যান্ত্রিক বিষয় পর্যবেক্ষণ করেন।
পাক সেনাপ্রধান বলেন, নতুন এই ড্রোনটি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধি করবে। এ আবিস্কারের জন্য তিনি এর সাথে সম্পৃক্ত বিজ্ঞানী, যন্ত্রকৌশলী ও নির্মানকারীদের প্রশংসা করেন।