দম্পতির একসঙ্গে থাকতে লাগবে মোদির অনুমতি
ভালোবাসার জয় সর্বত্র, কেবল ভারতের সরকারি চাকরির ক্ষেত্রে পরাজিত ভালোবাসা-একটি খবরের শুরুতেই এমন মন্তব্য করে বসে আছে ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। অবশ্য সংবাদমাধ্যমটিকেও মন্তব্যদোষে দুষ্ট অভিহিত করার উপায় নেই। কারণ ভারতের সরকারি চাকরিজীবীদের জন্য করা অদ্ভুত এক আইনের কারণে এক দম্পতির একসঙ্গে থাকতে লাগবে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুমতি।
ভারতে ২০১১ ব্যাচের এক আইপিএস কর্মকর্তা নিশা (ছদ্মনাম) ভালোবেসে বিয়ে করেছিলেন তাঁরই সহপাঠী পার্থিবানকে (ছদ্মনাম)। পরে ২০১২ সালে এসে পার্থিবানও আইএএস কর্মকর্তা হিসেবে মনোনীত হয়। এখন নিশা পুলিশ কর্মকর্তা হিসেবে কইমবাতোর এবং পার্থিবান কর কর্মকর্তা এজিমুট (অরুণাচল প্রদেশ, গোয়া মিজোরাম এলাকা) হিসেবে পদুচেরিতে কর্মরত আছেন।
প্রশিক্ষণ শেষে কাজে যোগদান করার পর ২০১৩ সালে এই দুই কর্মকর্তা তাঁদের বিয়ের কারণ দেখিয়ে একই স্থানে বদলির অনুমতি চান। কিন্তু সরকারি আন্তবিভাগ থেকে জানিয়ে দেওয়া হয়, বিশেষ কারণে তাঁদের দুজনের বদলি একসঙ্গে দেওয়া সম্ভব নয়। কারণ সরকারি চাকরির বিধিমালা অনুযায়ী কোনো সরকারি কর্মকর্তা নিজের রাজ্যে বদলি হতে পারবেন না। তাই নিজের রাজ্য দিল্লিতে বদলি হতে পারবেন না পার্থিবান। আর নিশার নিজ রাজ্য অরুণাচল প্রদেশের হওয়ায় সেখানে বদলি হতে পারবেন না নিশা। আর পার্থিবানের এজিমুট প্রকল্পের পরিধি কেবল অরুণাচল, মিজোরাম ও দিল্লিতেই আছে। তাই দুজনের একই রাজ্যে বদলি সম্ভব নয়।
এই অবস্থায় দুজনের একসঙ্গে থাকার জন্য প্রধানমন্ত্রী মোদির অনুগ্রহই একমাত্র ভরসা বলে জানিয়েছেন ওই দম্পতি। অবশ্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, এ বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী মোদি। তবে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, এ ধরনের সিদ্ধান্ত নাকচ করে দেওয়ার উদাহরণই বেশি আছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের।

অনলাইন ডেস্ক