উত্তর কোরিয়ার ওপর আবারও জাপানের নিষেধাজ্ঞা
সাম্প্রতিক সময়ে উত্তর কোরিয়ার রকেট উৎক্ষেপণকে কেন্দ্র করে দেশটির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে জাপান। স্থানীয় সময় আজ বুধবার বিকেলে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ নিষেধাজ্ঞার ঘোষণা দেয় বলে জানিয়েছে রয়টার্স।
এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে জাপানের মন্ত্রিসভার সচিব ইশিওহিদে সুগা বলেছেন, নিষেধাজ্ঞার একটি প্রাথমিক প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেখানে এটি পাস হলে তা অনুমোদনের জন্য পার্লামেন্টে পাঠানো হবে।
এর আগে, গতকাল মঙ্গলবার উত্তর কোরিয়ার সঙ্গে সব সম্পর্কচ্ছেদের ঘোষণা দিয়েছিল দক্ষিণ কোরিয়া। আর এই সম্পর্কচ্ছেদের প্রথম পদক্ষেপ হিসেবে উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে স্থাপিত একটি আন্তর্জাতিক শিল্পপার্কের কার্যক্রম স্থগিত করেছে দেশটি।
এদিকে গত ৭ ফেব্রুয়ারি উত্তর কোরিয়ার দূরপাল্লার রকেট উৎক্ষেপণের ঘটনার নিন্দা জানিয়ে জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে বিষয়টিকে ‘পুরোপুরি অগ্রহণযোগ্য’ বলে বর্ণনা করেছিলেন। এ ছাড়া দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গুয়েন-হাই রোববার উত্তর কোরিয়ার দূরপাল্লার রকেট উৎপেক্ষণের কড়া জবাব দেওয়ার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন।
বর্তমানে নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকারী ভেনিজুয়েলা মিশনের কাছে পাঠানো এক চিঠিতে বলা হয়েছে, উত্তর কোরিয়ার ‘তথাকথিত স্যাটেলাইট’ উৎক্ষেপণকে নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট প্রস্তাবের লঙ্ঘন হিসেবে উল্লেখ করে এ নিয়ে আলোচনার আহ্বান জানিয়েছে ওয়াশিংটন ও টোকিও।
নিরাপত্তা পরিষদের প্রস্তাবে উত্তর কোরিয়ার যে কোনো ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ বা পারমাণবিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা রয়েছে। যদিও রকেট উৎক্ষেপণের পর উত্তর কোরিয়া একে ‘বৈজ্ঞানিক গবেষণার জন্য শান্তিপূর্ণ উৎক্ষেপণ’ হিসেবে বর্ণনা করেছে।