শুনে শুনে গীতা মুখস্থ করল দৃষ্টিহীন মুসলিম মেয়েটি
ভারতের উত্তরপ্রদেশের মিরাটের বাসিন্দা রিদা জেহরা (৭)। ৮০ শতাংশ দৃষ্টিহীনতা নিয়ে তার জন্ম। চার বছর ধরে সে মিরাটের একটি দৃষ্টিপ্রতিবন্ধী সদনে আছে।
ভগবত গীতা জানো কি? এমন প্রশ্ন করতেই দুই হাত এক করে পবিত্র ধর্মগ্রন্থটি মুখস্থ বলা শুরু করে শিশুটি। অথচ অন্ধদের পড়ার পদ্ধতি ব্রেইল ব্যবহার করেও কোনোদিন ধর্মগ্রন্থটি পড়েনি সে। পুরোটাই শিক্ষকের কাছ থেকে শোনা।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, মিরাটের জাগৃতি বিহার এলাকায় ব্রিজ মোহন নামে একটি স্কুলে তৃতীয় শ্রেণিতে পড়ে রিদা। অন্ধ শিক্ষার্থীদের স্কুলের এ ছাত্রীর মতে, যেহেতু সে চোখে দেখতে পায় না, তাই কোন স্রষ্টার কাছে প্রার্থনা করছে, সেটি মুখ্য বিষয় নয়।
‘আমি স্রষ্টার কাছে প্রার্থনা করতে পছন্দ করি, সেটা গীতা বা কোরআন পাঠ করে। কোন স্রষ্টার প্রার্থনা করছি, সেটা বিষয় নয়। আমি কখনো তাঁকে (স্রষ্টা) দেখতে পাব না। এমনকি তিনি আমার সামনাসামনি এলেও দেখতে পারব না’, বলে রিদা।
দৃষ্টিহীন শিশুটির পরিবার থাকে মিরাটের লোহিয়া নগরে। তিন বছর বয়সের সময় রিদাকে দৃষ্টিপ্রতিবন্ধীদের স্কুলে ভর্তি করেন তার বাবা। বিভিন্ন উৎসব ও গ্রীষ্মের ছুটিতে পরিবারের কাছে যায় সে।

অনলাইন ডেস্ক