যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম মনোনয়নপ্রত্যাশী টেড ক্রুজ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/03/23/photo-1427126309.jpg)
আগামী বছর অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক টেক্সাসের সিনেটর টেড ক্রুজ। বিপাবলিকান পার্টি থেকে মনোনয়নের জন্য তিনি প্রার্থিতা ঘোষণা করেছেন। আগামী নির্বাচনের এটিই প্রথম মনোনয়নের জন্য প্রার্থিতার ঘোষণা।
টেড ক্রুজ মনে করেন, তাঁর স্থানটি অত গুরুত্বপূর্ণ না হলেও সময়টি গুরুত্বপূর্ণ। এ জন্যই সবার আগে তিনি মনোনয়নের জন্য আবেদন করেছেন। এ ছাড়া টেড মনে করেন, তিনি দলের ডানপন্থীদের সমর্থন পাবেন। অবশ্য ডানপন্থীদের নজরে আছেন উইসকনসিনের গভর্নর স্কট ওয়াকার।
রিপাবলিকান দল বিশেষজ্ঞ ডেভ কার্নের মতে, টেড ক্রুজের মনোনয়ন প্রত্যাশার ঘোষণা চকচকে বস্তুর প্রতি আগ্রহের মতো। টেড মনোনয়নপ্রত্যাশী হিসেবে নিজেকে প্রথম রেখেছেন। তিনি আলোচনায় থাকতে চান। কার্নের মতে, প্রেসিডেন্ট নির্বাচনের জন্য অন্য কেউ এখনো মনোনয়নের জন্য প্রত্যাশী না হওয়ায় একমাত্র টেডকে নিয়েই এখন আলোচনা হবে।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় আজ সোমবার সকালে একটি টুইটার-বার্তার মাধ্যমে টেড ক্রুজ মনোনয়নের জন্য প্রার্থিতা ঘোষণা দেন। টুইটার-বার্তায় তিনি লিখেছেন, ‘প্রেসিডেন্ট পদের জন্য প্রার্থী হচ্ছি। সবার সহায়তা চাইছি।’ এই বার্তার সঙ্গে তিনি ৩০ সেকেন্ডের একটি ভিডিও যুক্ত করেন।
৪৪ বছর বয়সী টেড ক্রুজ ২০১২ সালে সিনেটর নির্বাচিত হন। ২০১৩ সালে বর্তমান প্রেসিডেন্ট ওবামার স্বাস্থ্যবিষয়ক সংস্কারের জন্য অর্থায়ন করে তিনি আলোচিত হন। তবে এরপর কিছুদিন তিনি আলোচনার বাইরে ছিলেন। তবে প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়নের জন্য প্রার্থিতা ঘোষণা দিয়ে তিনি আবার আলোচনায় এসেছেন।