৭৬ শতাংশ আমেরিকান মনে করেন ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য নন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নোবেল শান্তি পুরস্কার পাওয়ার আকাঙ্ক্ষা নিয়ে আমেরিকানদের মনোভাব তীব্রভাবে বিভক্ত। সম্প্রতি ওয়াশিংটন পোস্ট-ইপসোস পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে— বেশিরভাগ আমেরিকানই (শতকরা ৭৬ ভাগ) বিশ্বাস করেন ট্রাম্প এই সম্মানের যোগ্য নন। মাত্র ২২ শতাংশ উত্তরদাতা মনে করেন যে তিনি এর যোগ্য।
ট্রাম্প পুরস্কারের জন্য প্রচারণা চালালেও দলগতভাবে তার সমর্থন খুব কম। রিপাবলিকানদের মধ্যে ৪৯ শতাংশ মনে করেন ট্রাম্প যোগ্য। ৪৯ শতাংশ এর সঙ্গে একমত নন।
অন্যান্য রাজনৈতিক গোষ্ঠীর মধ্যে সমর্থন অত্যন্ত কম— মাত্র ১৪ শতাংশ স্বতন্ত্র এবং মাত্র ৩ শতাংশ ডেমোক্র্যাট এই ধারণাকে সমর্থন করেন।
ট্রাম্প যখন ইউক্রেনের যুদ্ধ সমাধানের প্রচেষ্টা ও ‘বিশ্বজুড়ে সাতটি সংঘাতের সমাধান’ করার মতো বিতর্কিত দাবি পুনরাবৃত্তি করে পুরস্কারের জন্য প্রচারণা চালিয়ে যাচ্ছেন, তখন এই জরিপ ফল প্রকাশিত হলো।
সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদে ট্রাম্প বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সংঘাতের অবসানের জন্য আলোচনা না করলে রাশিয়াকে ‘একটি অত্যন্ত শক্তিশালী শুল্কের’ মুখোমুখি হতে হবে।
জরিপে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার ২০০৯ সালে নোবেল শান্তি পুরস্কার জেতার বিষয়েও জনমত পরিমাপ করা হয়। মাত্র ৪১ শতাংশ আমেরিকান ওবামাকে এই পুরস্কারের যোগ্য মনে করেন, যেখানে ৫৪ শতাংশ মনে করেন তিনি এর যোগ্য ছিলেন না।

নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নির্বাচন করেন নরওয়েজিয়ান পার্লামেন্ট কর্তৃক নিযুক্ত পাঁচ সদস্যের একটি কমিটি।
ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, এই কমিটির কমপক্ষে তিনজন বর্তমান সদস্য প্রকাশ্যে ট্রাম্পের সমালোচনা করেছেন। কমিটির চেয়ারম্যান জর্গেন ওয়াটনে ফ্রাইডনেস এর আগে মিডিয়ার ওপর ট্রাম্পের আক্রমণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন, যা পুরস্কারের মনোনয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয়।
এই জরিপটি গত ১১ থেকে ১৫ সেপ্টেম্বর অনলাইনে দুই হাজার ৫১৩ জন মার্কিন প্রাপ্তবয়স্কের ওপর পরিচালনা করা হয়েছিল।