পুতিন ক্যাফেতে ওবামা টয়লেট পেপার
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে থিম করে সাইবেরিয়ায় চালু হয়েছে ভিন্নধর্মী এক ক্যাফে। এই ‘প্রেসিডেন্ট ক্যাফে’-তে স্বভাবতই ভ্লাদিমির পুতিনকে বড় করে দেখানো হয়েছে। তবে একই সঙ্গে হেয় করা হয়েছে যুক্তরাষ্ট্রসহ বিশ্বনেতাদের। এমনকি টয়লেটে রাখা হয়েছে ওবামার ছবি দিয়ে ছাপানো টয়লেট পেপার!
প্রেসিডেন্ট ক্যাফের অবস্থান মস্কো থেকে চার হাজার মাইল দূরে সাইবেরিয়ার ক্রাসনোয়ারস্ক শহরে। গত মাসেই প্রত্যন্ত ও দুর্গম অঞ্চলে চালু হওয়া ওই ক্যাফে এরই মধ্যে রাশিয়াজুড়ে বেশ আলোচিত এবং বিশ্বের অনেক স্থানে সমালোচিত হয়েছে।
প্রেসিডেন্ট ক্যাফের দেয়ালে পুতিনের জীবনের বিভিন্ন সময়ের ছবি ঝুলতে দেখা যায়। একই সঙ্গে দেয়ালের এক অংশে লাগানো হয়েছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের বিকৃত ছবি।
বিতর্কিত পুতিন থিম ক্যাফেতে টয়লেট পেপারে ওবামার ছবি এবং ফ্লোরম্যাটে যুক্তরাষ্ট্রের পতাকা ব্যবহার করে দেশটিকে হেয় করা হয়। জানা গেছে, ওই ক্যাফেতে পুতিনের বাস্তব আকৃতির ছবির পাশে দাঁড়িয়ে ছবি তোলার ব্যবস্থাও আছে।
২৬ বছর বয়সী উদ্যোক্তা এবং প্রেসিডেন্ট ক্যাফের সহপ্রতিষ্ঠাতা দিমিত্র জিদানভ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘নতুন ক্যাফে খোলার সময় আমরা এমন কিছু চিন্তা করেছিলাম, যা শতভাগ সফল হবে।
ওই সময় আমরা দেখতে পাই, পুরোপুরি পুতিনকে থিম করে রাশিয়ায় কোনো রেস্টুরেন্ট খোলা হয়নি।’ তিনি আরো বলেন, পশ্চিমা রাজনীতি নিয়ে তাঁর কোনো আগ্রহ নেই। তিনি মূলত একজন ব্যবসায়ী।
রুশদের মধ্যে মার্কিন বিরোধিতা নতুন নয়। তবে সম্প্রতি রাশিয়ার ওপর বিভিন্ন পশ্চিমা নিষেধাজ্ঞায় দেশটির নাগরিকদের মধ্যে মার্কিন বিরোধিতার পাশাপাশি ইউরোপ বিরোধিতাও দেখা গেছে।