ইইউ-তুরস্ক চুক্তিতে অভিবাসীর হার কমছে
অভিবাসনপ্রত্যাশীদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও তুরস্কের মধ্যে চুক্তি হয় গত মাসে। তবে এরই মধ্যে এর সুফল পাওয়া গেছে। চুক্তি বাস্তবায়নের কারণে ইউরোপে অভিবাসনপ্রত্যাশী যাওয়ার হার কমেছে। সম্প্রতি ইইউয়ের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক এই দাবি করেছেন।
তুরস্ক সফরে গিয়ে ইইউ প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক বলেন, ইউরোপে অবৈধ অভিবাসন প্রত্যাশীদের হার দ্রুত কমছে। এজন্য তিনি তুরস্কের প্রশংসা করে বলেন, শরণার্থীদের প্রতি অনুসরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে তারা।
স্থানীয় সময় শনিবার সকালে ইইউ প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক ও জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের সঙ্গে তুরস্ক-সিরিয়া সীমান্তে অবস্থিত শরণার্থী শিবির পরিদর্শন করেন। ওই সময় তুরস্কের দক্ষিণাঞ্চলীয় শহর গাজিয়াটেপের কাছে সংবাদ সম্মেলন করেন টাস্ক ও মেরকেল। সম্মেলনের বক্তৃতায় টাস্ক বলেন, অভিবাসনপ্রত্যাশীদের সংখ্যা কমে যাওয়ায় এটি প্রমাণিত হয় তাদের পদক্ষেপ কাজ করছে।
সংবাদ সম্মেলনের বক্তৃতায় মেরকেল সিরিয়া সীমান্তের কাছে বিশেষ নিরাপত্তা অঞ্চল গড়ে তোলার পরিকল্পনার কথা বলেন, যেখানে শরণার্থী নিরাপদ আশ্রয় পাবে।
গত মার্চের ইইউ-তুরস্ক চুক্তির লক্ষ্য হলো সিরিয়া ও ইরাকের শরণার্থীদের সমুদ্রপথে ইউরোপ যাত্রা বন্ধ করা। তবে জাতিসংঘ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ অনেক মানবাধিকার সংস্থা ইইউ-তুরস্ক চুক্তি এবং এর বাস্তবায়নের সমালোচনা করেছে । মানবাধিকার সংস্থাগুলোর মতে, অভিবাসনপ্রত্যাশীদের সমস্যার কোনো সমাধান না করে এটি এড়িয়ে যাচ্ছে ইউরোপ।
এদিকে তুরস্ক চুক্তি বাস্তবায়নের পর দেশটিকে দেওয়া অঙ্গীকার রাখতে ইউরোপের প্রতি আহ্বান জানিয়েছে। চুক্তি অনুযায়ী, অবৈধ অভিবাসনপ্রত্যাশীদের ফিরিয়ে নেওয়ার বিনিময়ে ইইউ অঞ্চলে ভিসাহীন প্রবেশিধার পাব্নে তুরস্কের নাগরিকরা।

অনলাইন ডেস্ক