গাজায় ‘শক্তিশালী হামলার’ নির্দেশ দিলেন নেতানিয়াহু
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনের অভিযোগ এনে গাজা উপত্যকায় তীব্র হামলা চালাতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার (২৮ অক্টোবর) ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ‘নিরাপত্তা নিয়ে এক বৈঠকের পর প্রধানমন্ত্রী নেতানিয়াহু সেনাবাহিনীকে গাজা উপত্যকায় তাৎক্ষণিকভাবে শক্তিশালী হামলা চালানোর নির্দেশ দিয়েছেন।’
সোমবার হামাসের দেওয়া একটি কফিনে নিহত এক জিম্মির মৃতদেহ ছিল না বলে ইসরায়েলের দাবির পরই বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে এ বিবৃতি প্রকাশ করা হলো।
ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়, ফরেনসিক পরীক্ষায় দেখা গেছে, দেহাবশেষগুলো ওফির জারফাতির, যার মরদেহ ২০২৩ সালের শেষের দিকে ইসরায়েলি বাহিনী উদ্ধার করেছিল। এই দেহাবশেষ গাজায় থাকা ১৩ জন নিহত জিম্মির কারও নয়।
এতে হামাসের বিরুদ্ধে দুই সপ্তাহ ধরে চলা যুদ্ধবিরতি চুক্তির ‘স্পষ্ট লঙ্ঘন’ করার অভিযোগ এনেছে ইসরায়েল।
এক বিবৃতিতে ইসরায়েলের বিরুদ্ধে গাজায় ‘নতুন করে আক্রমণাত্মক পদক্ষেপ নেওয়ার প্রস্তুতির জন্য মিথ্যা অজুহাত তৈরি’ করার অভিযোগ এনেছে হামাস।
এতে বলা হয়, ইসরায়েল গাজা উপত্যকায় মৃতদেহ অনুসন্ধানের প্রচেষ্টায় বাধা দিচ্ছে। মধ্যস্থতাকারীদের প্রতি ‘রাজনৈতিক ও আক্রমণাত্মক হিসাব-নিকাশের বাইরে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে তাদের মানবিক কাজ সম্পাদনের অনুমতি’ দেওয়ার আহ্বান জানায় গোষ্ঠীটি।
এর আগে হামাস বলেছে, তারা যুক্তরাষ্ট্র, মিসর, কাতার ও তুরস্কের মধ্যস্থতায় হওয়া চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তবে দুই বছরের যুদ্ধে সৃষ্ট ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা ধ্বংসাবশেষ খুঁজে পেতে তাদের সাহায্যের প্রয়োজন।

                  
                                                  এনটিভি অনলাইন ডেস্ক