শেষ হলো মন্ট্রিয়ল আন্তর্জাতিক জ্যাজ উৎসব

কানাডার মন্ট্রিয়লে স্থানীয় সময় গত শনিবার রাতে সমাপ্তি ঘটল সেখানকার বৃহত্তম আয়োজন আন্তর্জাতিক জ্যাজ সংগীত উৎসব ২০১৬। ১০ দিনব্যাপী চলা এই উৎসবের শেষ দিনে বিরূপ আবহাওয়ার মধ্যেও জ্যাজপ্রেমী কানাডীয়দের উৎসাহে কোনো ঘাটতি ছিল না।
আবাহাওয়া খারাপ থাকায় জ্যাজ ফেস্টিভ্যালের শেষ দিনের আয়োজনে কিছুটা ছন্দপতন ঘটে। ম্যারাথন বৃষ্টির মধ্যেও মন্ট্রিয়লের প্লাস দো আর্টসের মঞ্চগুলো ঘিরে ছিল সঙ্গীত পিপাসু কয়েক হাজার মানুষের উচ্ছ্বাস।
গত ২৯ জুন মন্ট্রিয়লে শুরু হয় ৩৭তম আন্তর্জাতিক জ্যাজ সংগীত উৎসব। এর পর টানা দশদিন মধ্যরাত পর্যন্ত চলেছে জ্যাজ সংগীতের আসর। নামি-দামি খ্যাতনামা শিল্পীরা গান গেয়েছেন উন্মুক্ত কনসার্টে। এর পাশাপাশি ইনডোরের বিশাল হলরুমে ছিল বিভিন্ন শিল্পীর পরিবেশনা।
এবারের মন্ট্রিয়ল জ্যাজ উৎসবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে যেমন নামকরা শিল্পীরা উপস্থিত হয়েছেন, তেমনি ভক্তও এসেছিল সারাবিশ্ব থেকে। সঙ্গীতের তালে তালে নেচে গেয়ে উল্লাস প্রকাশ করেছে হাজার হাজার মানুষ। সঙ্গীত ও যন্ত্রের জাদুকরী স্পর্শে মুগ্ধ হয়েছে শ্রোতাদর্শক। এ বছর বিশ লাখের বেশি মানুষ অংশ নিয়েছে বলে জানায় উৎসব কর্তৃপক্ষ।
জ্যাজ উৎসবের শেষ দিনে এ বছরের জন্য ‘স্পিরিট অ্যাওয়ার্ড’ দেওয়া হয়েছে ব্রায়ান উইলসনকে। জ্যাজ উৎসবের অন্যতম প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আন্দ্রে মিনার্ড পদকটি তাঁর হাতে তুলে দেন। ২০০৬ সালের ২৭তম জ্যাজ উৎসব থেকে এমন পুরস্কার দেওয়ার প্রচলন শুরু হয়।
এ বছরের জ্যাজ উৎসবে ইনডোর-আউটডোরে ২১টি ছোট বড় মঞ্চে ৬০৬টি ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। ৩০টি দেশ থেকে খ্যাতনামা সঙ্গীতশিল্পীরা উপস্থিত হয়েছিলেন উৎসবে। ২০১৯ জন শিল্পী সহশিল্পী এবং ৫৯৫ জন যন্ত্রশিল্পী অংশগ্রহণ করেছেন। উৎসব চলাকালে পাঁচটি প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। ৩৫০ জন অনুমোদিত সাংবাদিক এবং ১২টি দেশের ১২০ জন বিদেশি সাংবাদিক উপস্থিত ছিলেন এবারের জ্যাজ উৎসবে।
এ বছর জ্যাজ উৎসবে আড়াই হাজার কেজি ফ্রেঞ্চ ফ্রাই, ২০ হাজারের বেশি জ্যাজ আইটেম বিক্রি হয়েছে। ৯৭৭ জন অস্থায়ী কর্মচারী কাজ করেছেন এবারের উৎসবে।
জ্যাজ উৎসব শেষ হতে না হতেই আবার উৎসবে সাজছে মন্ট্রিয়ল। কারণ আগামী সপ্তাহেই শুরু হবে জাস্ট ফর লাফস উৎসব। এই হাসির উৎসবটি দেখার মতো। তিন সপ্তাহব্যাপী চলবে এই উৎসব। উৎসবস্থল সেই প্লেস দো আটস।