শাটডাউনের পথে যুক্তরাষ্ট্র সরকার
যুক্তরাষ্ট্রের সিনেটের শেষ মুহূর্তের প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় দেশটিতে গভর্নমেন্ট শাটডাউন (সরকার বন্ধ) হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ফলে স্থানীয় সময় মধ্যরাত (বাংলাদেশ সময় সকাল ৪টা) থেকে অর্থায়ন বন্ধ হয়ে যেতে পারে।
২০১৮-১৯ সালের পর এটিই হতে যাচ্ছে প্রথম গভর্নমেন্ট শাটডাউন। এ অবস্থায় কিছু গুরুত্বপূর্ণ সরকারি কার্যক্রম চালু থাকলেও অনেক সেবা সাময়িকভাবে বন্ধ হয়ে যাবে। খবর বিবিসির।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শাটডাউন হলে বিপুল সংখ্যক সরকারি কর্মচারীকে "অপরিবর্তনীয়ভাবে" বরখাস্ত করা হবে।
রিপাবলিকান সিনেটর জন থুন বলেন, তাদের দলকে "জিম্মি" করা যাবে না। অন্যদিকে সিনেটের শীর্ষ ডেমোক্র্যাট চাক শুমার অভিযোগ করেন, রিপাবলিকানরা "মিথ্যা বলছে"।
মধ্যরাতের ডেডলাইন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে উভয় দল দায় এড়াতে এবং একে অপরকে দোষারোপ করতে ব্যস্ত হয়ে পড়েছে।
সাধারণত গভর্নমেন্ট শাটডাউন হয়ে গেলে জরুরি কর্মীরা কাজ চালিয়ে যান, অনেক ক্ষেত্রে বেতন ছাড়াই। আর যেসব কর্মীকে অপ্রয়োজনীয় ধরা হয়, তাদের সাময়িকভাবে বেতন ছাড়া ছুটিতে পাঠানো হয়।
২০১৮-১৯ সালে সর্বশেষ শাটডাউন স্থায়ী হয়েছিল ৩৫ দিন। এবার পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এনটিভি অনলাইন ডেস্ক