অভ্যুত্থানচেষ্টা রাষ্ট্রদ্রোহিতা : এরদোয়ান
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, দেশটির সেনাবাহিনীর একাংশের অভ্যুত্থানচেষ্টা রাষ্ট্রদ্রোহিতার নামান্তর।
স্থানীয় সময় শনিবার ভোররাতে ইস্তাম্বুলে এক সংবাদ সম্মেলনে এরদোয়ান এ কথা বলেন।
আলজাজিরার খবরে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার রাতে তুরস্কের সেনাবাহিনীর একটি অংশ সরকার উৎখাতের চেষ্টা করে। এর কয়েক ঘণ্টা পর উপকূলীয় শহর মারমারিস থেকে ইস্তাম্বুল বিমানবন্দরে অবতরণ করেন তুরস্কের প্রেসিডেন্ট। এ সময় সমর্থকরা তাঁকে ঘিরে রাখেন।
এর আগে তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম বেসরকারি টেলিভিশন এনটিভিকে বলেন, তুরস্কের পরিস্থিতি ‘মোটা দাগে নিয়ন্ত্রণে আছে’।
প্রধানমন্ত্রীর ওই বক্তব্যের পর ইস্তাম্বুলে সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, অভ্যুত্থানচেষ্টার নেপথ্যে থাকা ব্যক্তিদের চড়া মূল্য দিতে হবে।
এরদোয়ান বলেন, তিনি জনগণের সঙ্গে থাকবেন। কোথাও যাবেন না।
সাংবাদিকদের এরদোয়ান বলেন, ‘আমি যেখানে ছিলাম, সেখান থেকে চলে যাওয়ার কিছুক্ষণ পর শুনেছি, তারা (সেনাবাহিনী) বোমা হামলা চালিয়েছে। বোমা মারার সময় তারা ভেবেছিল আমি এখনো সেখানে আছি।’
এদিকে অভ্যুত্থানচেষ্টার পর সকালে তুরস্কের ইস্তাম্বুল ও আংকারায় সরকার সমর্থকদের রাস্তায় নামার খবর পাওয়া গেছে।
তুরস্কের কর্মকর্তারা জানিয়েছেন, অভ্যুত্থানচেষ্টার সময় রাজধানী আংকারায় গুলিতে ৬০ জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ১৭ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন।