ক্লিভল্যান্ডে মুসলিম বন্দুকধারীর টহল

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ড শহরে রিপাবলিকান দলের সম্মেলন ঘিরে কড়া নিরাপত্তাব্যবস্থার ঘোষণা দিয়েছে পুলিশ বিভাগ।
এরই মধ্যে রিপাবলিকান মনোনীত প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের অনেক সমর্থক পুলিশের সহায়তায় শহরে বন্দুক নিয়ে টহল দিচ্ছে। তবে ক্লিভল্যান্ডে মিকাহ নাজিরি নামের ট্রাম্পবিরোধী এক মুসলমানকে টহল দিতে দেখা যায়।
মার্কিন সংবাদমাধ্যম দ্য স্লেট জানায়, খাকি প্যান্ট, সাদা শার্ট, লাল টাই পরা মিকাহ নাজিরির মাথায় ছিল সুতার তৈরি ইসলামিক টুপি। গতকাল মঙ্গলবার বিকেলে ক্লিভল্যান্ডের বিভিন্ন সড়কে বন্দুক নিয়ে ঘুরছিলেন তিনি। এ সময় তাঁর সঙ্গী ছিলেন জেমস ক্যাম্পবেল, যাঁর পরনে ছিল পাঞ্জাবির আদলে তৈরি পোশাক। তাঁর হাতেও ছিল বন্দুক।
রিপাবলিকান পার্টি ঘিরে ক্লিভল্যান্ডে সৃষ্টি হওয়া ইসলামবিদ্বেষের মধ্যে মিকাহ নাজিরির এমন টহল অনেককেই তাঁর প্রতি আগ্রহী করে তোলে। সাংবাদিকরা ঘিরে ধরেন নাজিরিকে। এ সময় তিনি বলেন, ইসলাম ও মুসলমানদের দেখে নেওয়ার কথা বলছেন অনেকেই। কিন্তু প্রশিক্ষিত একজন তাঁদের সামনে দাঁড়ালে এমন কথা আর শোনা যায় না।
মিকাহ নাজিরি মনে করেন, ঐতিহাসিকভাবে বঞ্চনার শিকার ধর্ম ও জাতীয়তাভিত্তিক প্রতিটি সম্প্রদায়ের মানুষের উচিত আত্মরক্ষার কৌশল শেখা।
যুক্তরাষ্ট্রের সংবিধানের দ্বিতীয় অনুচ্ছেদ অনুযাযী প্রত্যেক মার্কিনির আত্মরক্ষার অধিকার দেওয়া হয়েছে। বঞ্চিত সম্প্রদায়ের মানুষরা নিজেদের আত্মরক্ষা নিশ্চিত করলে দ্বিতীয় অনুচ্ছেদের সমর্থক রিপাবলিকানরা কী মত দেন, তা দেখার ইচ্ছা মিকাহ নাজিরির।
গত সোমবার থেকে ক্লিভল্যান্ডে রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলন শুরু হয়েছে। শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত কুইকেন লোনস অ্যারেনায় ১৮ থেকে ২১ জুলাই চারদিনব্যাপী এ সম্মেলনের জন্য জড়ো হন সারা দেশের রিপাবলিকান নেতারা। প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির আনুষ্ঠানিক মনোনয়ন পেয়েছেন ধনকুবের ডোনাল্ড ট্রাম্প। মুসলমানদের যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়াসহ বিভিন্ন মন্তব্য করে এরই মধ্যে সমালোচিত হয়েছেন তিনি।