প্যারাসুট ছাড়াই ২৫ হাজার ফুট ওপর থেকে ঝাঁপ!
প্যারাস্যুট ছাড়াই মাটির ২৫ হাজার ফুট ওপর থেকে ঝাঁপ দিয়ে রেকর্ড গড়েছেন যুক্তরাষ্ট্রের লুক এইকিন। এত উঁচু থেকে প্যারাসুট ছাড়াই ঝাঁপ দেওয়া একমাত্র ব্যক্তি তিনি।
বিবিসি জানায়, স্থানীয় সময় গতকাল শনিবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলের সিমি ভ্যালি এলাকার আকাশ থেকে ঝাঁপিয়ে পড়েন লুক এইকিন। পরে নিচে পেতে রাখা বড় জালে নিরাপদে অবতরণ করেন এইকিন।
যুক্তরাষ্ট্রের টেলিভিশন চ্যানেল ফক্স প্যারাস্যুট ছাড়াই লুক এইকিনের আকাশ থেকে পড়ার দৃশ্য সরাসরি সম্প্রচার করে।
ফক্সা টিভির সম্প্রচারে দেখা যায়, ক্যালিফোর্নিয়ার আকাশের ২৫ হাজার ফুট ওপরে একটি ছোট বিমান থেকে লাফিয়ে পড়েন লুক এইকিনসহ চারজন। এইকিন বাদে অপরদের সঙ্গে ছিল প্যারাস্যুট। দ্রুত বেগে নিচে নামতে থাকেন তাঁরা। এই সময় বার বার নিজের শরীর উল্টো করার অনুশীলন চালান এইকিন। মাটি থেকে সাড়ে তিন হাজার ফিট উঁচুতে থাকা অবস্থায় তাঁর সঙ্গী অপর তিন ব্যক্তি প্যারাস্যুট খোলেন। এ সময় এইকিনের বুকে লাগানো ক্যামেরায় মাটিতে থাকা বড় জাল দেখা যায়। জালে পড়ার ঠিক আগ মুহূর্তে নিজের পিঠ জালের দিকে দেন তিনি।
ফক্স টিভি জানায়, বিমান থেকে জালে পড়তে লুক এইকিনের সময় লেগেছে দুই মিনিট। আর জালে পড়ার সময় তাঁর গতিবেগ ছিল ঘণ্টায় ১৯৩ কিলোমিটার।
লুক এইকিন নিরাপদে অবতরণ করতেই চিৎকার করে উল্লাস প্রকাশ করেন তাঁর স্ত্রী ও সন্তানরা। আর সেখানে উপস্থিত থাকা লুকের বন্ধু ও সহকর্মীদের মধ্যেও এই উল্লাস দেখা যায়।
নিরাপদ অবতরণের পর লুক এইকিন সাংবাদিকদের বলেন, ‘এই বিষয় শুধুই ঘটেছে! আমি অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারছি না।’
বিবিসি জানায়, লুক এইকিনের ইতিহাস গড়া ঝাঁপ আরেকটু হলেই বন্ধ হতে যাচ্ছিল। স্থানীয় কর্তৃপক্ষ প্যারাস্যুট ছাড়া তাঁকে ঝাঁপ দেওয়ার অনুমতি দিচ্ছিল না। পরে কর্তৃপক্ষকে বোঝানো প্যারাস্যুটের ওজনের কারণে লুকের জীবন বিপন্ন হতে পারে। শেষ মুহূর্তে অনুমোদন দেয় কর্তৃপক্ষ।
৪২ বছর বয়স্ক লুক গত এইকিন এর আগে অন্তত ১৮ হাজার বার আকাশ থেকে ঝাঁপিয়ে পড়েছেন। তবে গতকাল শনিবারের ঝাঁপের মাধ্যমে তিনি প্যারাস্যুট ছাড়াই সর্বোচ্চ উচ্চতা থেকে ঝাঁপিয়ে পড়ার রেকর্ড গড়লেন।
প্যারাসুট ছাড়াই লুই এইকিনে ঝাঁপের ভিডিও দেখুন:

অনলাইন ডেস্ক