আফগানিস্তানে আইএস নেতা ড্রোন হামলায় ‘নিহত’
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/08/13/photo-1471039091.jpg)
আফগানিস্তান ও পাকিস্তানের জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) নেতা হাফিজ সায়িদ মানববিহীন বিমান (ড্রোন) হামলায় গত মাসে মারা গেছেন বলে ধারণা করছে যুক্তরাষ্ট্র।
বিবিসি জানায়, গত বছর আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ নঙ্গরহরে ড্রোন হামলায় হাফিজ সায়িদ নিহত হন বলে জানিয়েছিল দেশটির গোয়েন্দা সংস্থা। কিন্তু আইএস জানায়, তাদের নেতা মারা যাননি।
শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিবিসিকে বলেন, গত ২৬ জুলাই নঙ্গরহর প্রদেশের কট জেলায় ড্রোন হামলায় হাফিজ নিহত হয়েছেন।
হাফিজ সায়িদ নিহতের একদিন আগেই কাবুলে সংখ্যালঘু হাজারা সম্প্রদায়ের সমাবেশে আইএসের বোমা হামলায় ৮০ জন নিহত ও ২৩০ জন আহত হন।